Chandra Grahan 2025: চন্দ্রগ্রহণে শনি সদয় হবেন, ৩ রাশির সব ইচ্ছে পূরণ করবেন বড়ঠাকুর

Chandra Grahan 2205: জ্যোতিষশাস্ত্রে চন্দ্রগ্রহণকে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা বলে মানা হয়ে থাকে। এই বছর চন্দ্রগ্রহণ খুবই বিশেষ বলে মানা হয়ে থাকে। আসলে ১৪ মার্চ অর্থাৎ শুক্রবার বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে। বছরের প্রথম চন্দ্রগ্রহণের দিনই দোল ও ফাল্গুন পূর্ণিমার সংযোগ তৈরি হতে চলেছে।

Advertisement
চন্দ্রগ্রহণে শনি সদয় হবেন, ৩ রাশির সব ইচ্ছে পূরণ করবেন বড়ঠাকুর চন্দ্রগ্রহণে শনিদেবের কৃপা
হাইলাইটস
  • জ্যোতিষশাস্ত্রে চন্দ্রগ্রহণকে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা বলে মানা হয়ে থাকে।

জ্যোতিষশাস্ত্রে চন্দ্রগ্রহণকে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা বলে মানা হয়ে থাকে। এই বছর চন্দ্রগ্রহণ খুবই বিশেষ বলে মানা হয়ে থাকে। আসলে ১৪ মার্চ অর্থাৎ শুক্রবার বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে। বছরের প্রথম চন্দ্রগ্রহণের দিনই দোল ও ফাল্গুন পূর্ণিমার সংযোগ তৈরি হতে চলেছে। এছাড়াও চন্দ্রগ্রহণে শনিদেব শশ যোগের নির্মাণ করবে। অর্থাৎ শনি কুম্ভ রাশিতে থাকবে যার ফলে শশ রাজযোগের নির্মাণ হবে। জ্যোতিষ মতে, চন্দ্রগ্রহণে শনিদেবের এই সংযোগ বেশ শুভ বলে মনে করা হয়। কারণ শনিদেবের কৃপায় চন্দ্রগ্রহণের সময় কিছু রাশির ওপর এর প্রভাব কম হবে। আসুন জেনে নিন শশ রাজযোগে কোন কোন রাশির সুসময় আসবে। 

মেষ রাশি
চন্দ্রগ্রহণের পর শনির সংযোগে মেষ রাশির অর্থলাভ হতে চলেছে। শনির কৃপায় মেষ রাশির আগামী ১ মাস পর্যন্ত ব্যবসায় লাভ হবে। মেষ রাশির সব সমস্যা দূর হয়ে যাবে। এছাড়াও মেষ রাশির সব কাজে উন্নতি হবে। পেশাগত জীবনও ভাল কাটবে। 

মিথুন রাশি
চন্দ্রগ্রহণে শনির এই সংযোগ মিথুন রাশির সব সমস্যা দূর করবে। আয় বাড়বে। মিথুন রাশির জন্য আগামী একমাস অর্থ উপার্জনের উত্তম সময়। ব্যবসা ভাল চলবে। দাম্পত্য জীবন সুখের হবে। জীবনসঙ্গীর সঙ্গে সব দুরত্ব মিটে যাবে। 

কুম্ভ রাশি
চন্দ্রগ্রহণে শনির এই সংযোগ কুম্ভ রাশিতে তৈরি হতে চলেছে। শনিদেবের কৃপায় কুম্ভ রাশির অপার অর্থলাভ হবে। দাম্পত্য জীবন ভাল থাকবে। পরিবারে কোনও বড় সুখবর আসতে চলেছে। কাজের জায়গায় প্রশংসিত হবেন। আপনার কাজে সন্তুষ্ট থাকবেন সিনিয়ররা। হঠাৎ করে অর্থলাভ হতে পারে।   

POST A COMMENT
Advertisement