Chhoti Diwali 2025 Horoscope: দীপাবলির এক দিন আগে ছোটো দীপাবলি বা নরক চতুর্দশী পালিত হয়। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পড়ে। চলতি বছর ১৯ অক্টোবর ২০২৫, ছোটো দীপাবলি উদ্যাপিত হবে। হিন্দু বিশ্বাস অনুযায়ী, এই দিনে বাড়ির মূল দরজায় যমরাজের নামে চারমুখো প্রদীপ জ্বালানো হয়। বলা হয়, এতে অকালমৃত্যুর ভয় দূর হয় এবং জীবনের নেতিবাচক প্রভাবগুলোও কমে আসে। তবে এ বছর ছোটো দীপাবলিতে শুধুই আলো আর প্রদীপ নয়, জ্যোতিষ জগতেও এক বিশেষ যোগ ঘটতে চলেছে। এই দিনই বৃহস্পতি বা গুরু গ্রহ রাশি পরিবর্তন করবেন। দুপুর ১২টা ৫৭ মিনিটে তিনি প্রবেশ করবেন কর্কট রাশিতে। জ্যোতিষশাস্ত্র মতে, বৃহস্পতির এই চলন তিনটি রাশির জাতকদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। চাকরি, ব্যবসা ও সম্পর্ক, সব ক্ষেত্রেই নতুন সম্ভাবনা ও সাফল্যের আলো দেখা দিতে পারে।
মিথুন রাশি:
মিথুন রাশির জন্য এই ছোটো দীপাবলি একেবারে শুভ বার্তা নিয়ে আসছে। যাঁদের বিয়ের পথে কোনও বাধা ছিল, তা দূর হবে। জীবনে নতুন মানুষের আগমন ঘটবে, পরিবারে সুখের পরিবেশ তৈরি হবে। নতুন কোনও কাজ শুরু করার জন্য সময়টা খুবই অনুকূল। হঠাৎ করেই বিনিয়োগে লাভ হতে পারে। সন্তান লাভের যোগও দেখা যাচ্ছে। সার্বিকভাবে এই দিন মিথুন রাশির জন্য প্রেম ও সৌভাগ্যের বার্তা বয়ে আনবে।
কন্যা রাশি:
কন্যা রাশির জাতকদের জন্য আসছে উন্নতির সুযোগ। চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা প্রবল। একইসঙ্গে নতুন কাজ বা প্রজেক্ট পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। যাঁরা দীর্ঘদিন ধরে বিদেশে বা দূরে পড়াশোনা করছেন, তাঁরা বাড়ি ফেরার সুযোগ পাবেন। প্রেমজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে, আত্মবিশ্বাসও বাড়বে। অর্থনৈতিক অবস্থাও মজবুত হবে। সারাদিনে এক ধরণের নতুন উদ্দীপনা অনুভব করবেন কন্যা রাশির জাতকরা।
মকর রাশি:
মকর রাশির জাতকদের জন্যও এই ছোটো দীপাবলি নিয়ে আসছে বড় সাফল্যের সময়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা বেতনবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নতুন কিছু শেখার সুযোগ আসবে, আর সমাজে আপনার প্রভাবও বাড়বে। যাঁরা পড়াশোনার জগতে রয়েছেন, তাঁদের জন্যও সময়টি শুভ। শিল্প ও সৃজনশীল কাজে উন্নতি হবে। আর্থিক দিক থেকে দিনটি খুবই শুভ বলে মনে করছেন জ্যোতিষীরা।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।