রাহু নক্ষত্র গোচরে লাভবান কারা?মায়াবী ও ক্রুর গ্রহ রাহু শতভিষা নক্ষত্রের অধিপতি। ১০ বছর পর রাহু নিজের নক্ষত্র শতভিষাতে প্রবেশ করতে চলেছে। ২৩ নভেম্বর ২০২৫-এ রাহু শতভিষা নক্ষত্রে গোচর করতে চলেছে। এই গোচর খুবই গুরুত্বপূর্ণ বলে প্রমাণিত হবে। রাহু নভেম্বর ২০২৫-এ শেষ গোচর করে শতভিষাতে প্রবেশ করবে এব ২ অগাস্ট ২০২৬ সাল পর্যন্ত এই নক্ষত্রেই থাকবে। এরই মধ্যে রাহু শতভিষা নক্ষত্রে পদ গোচর করবে। রাহুর নিজের নক্ষত্রে প্রবেশ তাকে আরও শক্তিশালী করবে। আর যে কারণে রাশিচক্রের ৩ রাশিকে জবরদস্ত লাভ করাবে।
মিথুন রাশি
রাহুর শতভিষা নক্ষত্রে গোচর মিথুন রাশির জাতকদের জন্য শুভ সময়। পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। চাকরিতে উন্নতি পাকা। ব্যবসায় বড় কোনও চুক্তি হবে। আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। জীবনসঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাবেন। সন্তানের পক্ষ থেকে চিন্তা দূর হবে।
কর্কট রাশি
রাহুর শতভিষা নক্ষত্রে প্রবেশ কর্কট রাশির জাতকদের জন্য বড় লাভদায়ক। চাকরিরতদের বড় কোনও প্রজেক্টে কাজ করার সুযোগ মিসবে। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। চাকরিতে পদোন্নতি, বেতন বৃদ্ধি হবে।
কুম্ভ রাশি
রাহুর নক্ষত্র গোচর কুম্ভ রাশির জাতকদের জন্য লাভদায়ক। সফলতা নিজে হেঁটে আপনার কাছে আসবে। প্রেমের জীবন ভাল কাটবে। লাভ ম্যারেজ করার ইচ্ছা পূরণ হবে। কোনও বড় শুভ সূচনা হতে পারে।