অগাস্ট মাস শেষ হতে চলেছে রবিবার, ৩১ অগাস্ট। আর তারপর নতুন মাস সেপ্টেম্বর শুরু হতে চলেছে। সেপ্টেম্বরে একাধিক গ্রহদের গোচর রয়েছে আর তাই এই মাসে রাশিচক্রের বেশ কিছু রাশি লাভ-ক্ষতির মুখে পড়বে। আর তার আগে দেখে নিই অগাস্টের শেষ রবিবার কেমন যাবে ১২টি রাশির।
মেষ রাশি (Aries)
রবিবার আপনার মধ্যে অন্য ধরনের শক্তি দেখা দেবে। কিছুক্ষণের বিরতি নিয়ে আপনি আপনার মধ্যে থাকা এই শক্তিকে অনুভব করতে পারবেন। এই আত্মবিশ্বাস পাওয়ার পরই আপনি যে কাজটি এতদিন ধরে করবেন না বলে পিছিয়ে দিচ্ছিলেন, তার জন্য এবার পদক্ষেপ করবেন। নিজের ওপর বিশ্বাস রাখুন আর আপনার মধ্যেকার স্ফুলিঙ্গকে জ্বলতে দিন। রবিবার সন্ধ্যের মধ্যে আপনি নিজের ওপর গর্ব বোধ করবেন।
বৃষ রাশি (Taurus)
আপনার ছোট ছোট কাজের কেউ প্রশংসা করবে কাল। যেটা আপনি প্রত্যাশাও করেননি। আপনার ধৈর্য্য ও পদক্ষেপ আপনার বা কথার চেয়ে বেশি কাজে দেবে। এই স্বীকৃতি আপনাকে সমৃদ্ধ করবে এবং অন্যদের জীবনে আপনার মূল্য কতখানি তা উপলব্ধি করাবে। রবিবার ইতিবাচক শক্তি পাবেন যে কোনও কাজ করার ক্ষেত্রে।
মিথুন রাশি (Gemini)
রবিবার আপনি জীবন ও কাজের মধ্যে ভারসাম্য রাখতে পারলে শান্তি অনুভব করতে পারবেন। খুব বেশি তাড়াহুড়ো কোনও জিনিসের জন্য করবেন না। মাসের শেষদিনে আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন। নিজের চিন্তা ভাবনা, কাজ ও সম্পর্কের ওপর মনোযোগ দিন। সপ্তাহের শেষে আপনি নিজেকে শান্ত অনুভব করবেন।
কর্কট রাশি (Cancer)
রবিবার দিন স্বচ্ছ সিদ্ধান্ত আপনাকে স্বস্তি ও আত্মবিশ্বাস এনে দেবে। হঠাৎ করে ঘটা কোনও ঘটনা আপনার সংশয় দূর করতে সহায়তা করবে। নিজের আবেগের ওপর ভরসা করে মনের কথা শুনুন। এই স্বচ্ছতা আপনার চলার পথকে আরও আলোকিত করবে। রবিবার সন্ধ্যের মধ্যেই আপনার কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে।
সিংহ রাশি (Leo)
রবিবার এমন কারোর সঙ্গে দেখা হবে যিনি আপনার স্বপ্নকে বড় করে দেখতে অনুপ্রাণিত করবেন। তাঁর বলা কথা অথবা তাঁর উপস্থিত আপনাকে দারুণ ভাবে অনুপ্রাণিত করবে। এতদিন ধরে যেটার জন্য অপেক্ষা করছিলেন রবিবার কিছুটা হলেও তার সমাধান পাবেন। রবিবার সন্ধের মধ্যে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
কন্যা রাশি (Virgo)
রবিবার আপনি অনেক কিছুর সমাধান খুঁজে পাবেন। গোটা মাস জুড়ে যে কাজটা হচ্ছিল না, তা রবিবার কিছুটা হলেও হতে পারে। আর্থিক দিক থেকে কিছুটা স্বচ্ছল অনুভব করবেন। সেপ্টেম্বর মাস নতুন অনুপ্রেরণা নিয়ে শুরু করবেন। মা-বাবার স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে।
তুলা রাশি (Libra)
গত কয়েকদিন ধরে যে বিষয় নিয়ে বিভ্রান্ত দেখা দিয়েছিল তা রবিবার দূর হবে। আপনার কাছে এইদিন বড় কোনও সুযোগ আসতে পারে। নতুন ব্যবসা শুরু করলে সেটা নিয়ে নতুন চিন্তা-ভাবনা মাথায় আনুন। চাকরি নিয়ে একটু টালমাটাল হতে পারে।
বৃশ্চিক রাশি (Scorpio)
এইদিন একটু ধৈর্য্য রাখতে হবে। কিছু শুরু করার কথা ভাবলে তা নিয়ে সময় ও ধৈর্য্য দুটোই খুব জরুরি। আর্থিক সমস্যা হলেও তা কাটিয়ে উঠবেন। রবিবার কোথাও বেড়াতে যেতে পারেন। নিজের কাজের দিকে মনোযোগ দিন। এইদিন একটু শান্ত ও ধীরভাবে কাজ করুন।
ধনু রাশি (Sagittarius)
মাসের শেষদিন খুব একটা ভাল নাও যেতে পারে। কোনও সুযোগ হারাতে পারেন আপনি। একটু সতর্ক থাকতে হবে আপনাকে। ধৈর্য্য হারালেই বিপদ। আর্থিক দিক থেকেও সাবধানে থাকতে হবে আপনাকে। যতটা পারবেন রবিবার একটু নিজেকে শান্ত রাখার চেষ্টা রাখুন।
মকর রাশি (Capricorn)
রবিবার দিন আপনার সময়টা দারুণ যাবে। জীবনসঙ্গীকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন। মন-মেজাজ ফুরফুরে থাকবে। এদিন আপনার সব ধরনের কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক একটু গড়বড়ে থাকলেও রাতের মধ্যে আপনার হাসি অটুট থাকবে।
কুম্ভ রাশি (Aquarius)
কুম্ভ রাশির রবিবার দিন মিশ্র যাবে। দিনের শুরুটা কারোর সঙ্গে ঝগড়া-অশান্তি দিয়ে শুরু হলেও শেষটা আরও ভাল হবে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিতে যাবেন না। এতে ক্ষতি হতে পারে। কাজের জায়গায় কোনও সমস্যা দেখা দিতে পারে।
মীন রাশি (Pisces)
রবিবার আপনাকে মানসিক এবং পেশাগত সম্প্রীতির উন্নতি ঘটাবে। পরবর্তীতে কেরিয়ার বনাম ব্যক্তিগত জীবন উত্তেজনা তৈরি হতে পারে, তবে এটি আপনার লক্ষ্যগুলিকে পরিমার্জিত করার একটি সুযোগ। আপনি ভাল সুযোগ পেয়েও হারাতে পারেন। স্বাস্থ্যের দিকে নজর দিন। মাসের শেষে কোনও সিদ্ধান্ত নিতে যাবেন না।