
Dhanshakti Rajyog 2026: নতুন বছরের ফেব্রুয়ারিতেই জ্যোতিষশাস্ত্রে এক বিরল ও শক্তিশালী রাজযোগের ইঙ্গিত মিলছে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২৬ কুম্ভ রাশিতে শুক্র ও মঙ্গলের যুতি তৈরি করবে বিশেষ ধনশক্তি রাজযোগ। জ্যোতিষীদের মতে, এই যোগ অর্থপ্রাপ্তি, সম্পদ বৃদ্ধি ও আর্থিক স্থিতি ফেরানোর ক্ষেত্রে অত্যন্ত শুভ।
জানা গিয়েছে, ৬ ফেব্রুয়ারি শুক্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে, আর তার পরেই ২৩ ফেব্রুয়ারি মঙ্গল কুম্ভে যোগ দেবে। সেই সময় কুম্ভ রাশিতে সূর্য, বুধ ও রাহুও অবস্থান করবে। একাধিক গ্রহের প্রভাব মিলিয়ে এই রাজযোগ তিনটি রাশির জাতকদের জীবনে অর্থ ও সাফল্যের নতুন দরজা খুলে দিতে পারে বলে মত জ্যোতিষ মহলের।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য ধনশক্তি রাজযোগ অত্যন্ত শুভ। দীর্ঘদিনের আর্থিক টানাপোড়েন কাটতে শুরু করবে। খালি হয়ে যাওয়া সঞ্চয় আবার ভরতে পারে। সোনা-রুপো, বাড়ি বা জমি কেনার যোগ রয়েছে। চাকরিজীবীদের ক্ষেত্রে কর্মস্থলে স্থায়িত্ব বাড়বে, পদোন্নতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ব্যবসায়ীদের জন্য নতুন আয়ের রাস্তা খুলবে। অফিসের চাপ কমবে এবং সহকর্মীদের সাহায্যে বড় সাফল্য মিলতে পারে। দাম্পত্য জীবনেও সৌহার্দ্য বাড়বে।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের জীবনে বিলাসিতা ও স্বাচ্ছন্দ্য বাড়াতে চলেছে এই রাজযোগ। গোপন বা অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থলাভের সম্ভাবনা রয়েছে। নতুন গাড়ি বা সম্পত্তি কেনার সুযোগ আসতে পারে। দীর্ঘদিনের আর্থিক ঝামেলা বা টাকা সংক্রান্ত মামলা মিটে যাওয়ার ইঙ্গিত মিলছে। যাঁরা জমি–বাড়ি বিক্রির চেষ্টা করছেন, তাঁরা উপযুক্ত ক্রেতা পেতে পারেন। রিয়েল এস্টেট, সম্পত্তি ও চিকিৎসা পেশার সঙ্গে যুক্তদের জন্য সময়টি বিশেষ শুভ।
মকর রাশি
মকর রাশির জাতকদের জন্য এই ধনশক্তি রাজযোগ সবচেয়ে বেশি আর্থিক স্বস্তি নিয়ে আসতে পারে। হঠাৎ করে বড় অঙ্কের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। অপ্রয়োজনীয় খরচ কমবে এবং পুরোনো বড় ঋণ শোধ করার সুযোগ পাবেন। যে ব্যবসায়ীরা দীর্ঘদিন লোকসানে ছিলেন, তাঁদের হঠাৎ লাভের মুখ দেখার সম্ভাবনা রয়েছে। জীবনযাত্রার মান উন্নত হবে, সমাজে সম্মান বাড়বে। পাশাপাশি স্বাস্থ্যগত সমস্যাও ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসবে।