Dhanteras Rashifal 2024: ধনতেরাসে সবার জন্য সোনা-রুপো কেনা শুভ নয়, রাশি অনুযায়ী কিনতে হবে জিনিস

Dhanteras Rashifal 2024: দীপাবলি ঠিক দু’দিন আগে উদযাপিত হয় এই বিশেষ উৎসব। এদিন অনেকেই সোনা কিনে থাকেন। শুধু সোনা যে কেনা হয় তা কিন্তু নয়, ঝাঁটা, রুপো এবং বাসনপত্র কিনে থাকেন অনেকে। মনে করা হয় ধনতেরাসের দিনে এই জিনিসগুলি কিনলে সম্পদ হু হু করে বাড়তে থাকে। এই বিশেষ দিনে দেবী লক্ষ্মী, ভগবান ধন্বন্তরি, ভগবান কুবেরের পুজো করার বিশেষ গুরুত্ব রয়েছে।

Advertisement
ধনতেরাসে সবার জন্য সোনা-রুপো কেনা শুভ নয়, রাশি অনুযায়ী কিনতে হবে জিনিসধনতেরাসে সবার জন্য সোনা-রুপো কেনা শুভ নয়, রাশি অনুযায়ী কিনতে হবে জিনিস

Dhanteras Rashifal 2024: জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে ধনতেরাসের বিশেষ গুরুত্ব রয়েছে। দীপাবলি ঠিক দু’দিন আগে উদযাপিত হয় এই বিশেষ উৎসব। এদিন অনেকেই সোনা কিনে থাকেন। শুধু সোনা যে কেনা হয় তা কিন্তু নয়, ঝাঁটা, রুপো এবং বাসনপত্র কিনে থাকেন অনেকে। মনে করা হয় ধনতেরাসের দিনে এই জিনিসগুলি কিনলে সম্পদ হু হু করে বাড়তে থাকে। এই বিশেষ দিনে দেবী লক্ষ্মী, ভগবান ধন্বন্তরি, ভগবান কুবেরের পুজো করার বিশেষ গুরুত্ব রয়েছে।

কথিত আছে, এই বিশেষ দিনে সমুদ্রমন্থনের সময় ভগবান ধন্বন্তরি অমৃত পাত্র নিয়ে আবির্ভূত হয়েছিলেন। যে কারণেই এই বিশেষ দিনে ধন্বন্তরীর পুজো করা হয়। ধনতেরাসের দিন রাশি অনুযায়ী এই জিনিসগুলো কিনলে দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন আপনি। আর্থিক দিকেও আপনার খুব লাভ হবে। জানুন কোন কোন রাশির ব্যক্তিরা কী কী কিনবেন।

মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের ধনতেরাসের দিন রুপোর যেকোনও পাত্র কেনা অত্যন্ত শুভ। এতে দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা থাকবে আপনার উপর। বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকারা এই দিনে সাদা কাপড় বা রুপোর বাটি কেনার চেষ্টা করুন। এতে বিষ্ণুর কৃপা, সম্পদের দেবীর কৃপাও আপনি পাবেন।

মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের ধনতেরাসের দিন পিতলের যেকোনও জিনিস কেনা শুভ। তবে আপনারা কিন্তু একদমই রুপোর জিনিস কিনবেন না। দীপাবলির সন্ধ্যায় পূজিত হন দেবী লক্ষ্মী, কিন্তু কেন এদিন সম্পদের দেবীর পুজো করা হয়?

কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকারা ধনতেরাসের দিন রুপোর মুদ্রা, সাদা যেকোনও জিনিস কিনুন। এতে দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা আপনি পাবেন। সেই সঙ্গে আপনার আর্থিক দিকে লাভ হবে। পরিবারের সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন আপনি।

সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকাদের ধনতেরাসের দিন ঝাঁটা কিংবা গয়না কেনা অত্যন্ত শুভ। এতে আপনার ওপর বিষ্ণুর বিশেষ কৃপা থাকবে।

কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকারা এই বিশেষ দিনে জমি ছাড়াও বাড়ি, ফ্ল্যাট নানান ধরনের গয়না কিনতে পারেন।

Advertisement

তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকারা ধনতেরাসের দিন ঝাড়ু কিনতে পারেন। কারণ মা লক্ষ্মীর সঙ্গে ঝাড়ুর বিশেষ সম্পর্ক রয়েছে। এতে দেবীর কৃপা পাবেন আপনি।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ধনতেরাসের দিন অবশ্যই ধনে কেনা উচিত। সারা বছর যদি আপনার বাড়িতে ধনে থাকে, তাহলে দেবী লক্ষ্মীর কৃপা থাকবে আপনার ওপর।

ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকারা গণেশ ঠাকুরের মূর্তি কিংবা শ্রীযন্ত্র কিনতে পারেন। এতে অর্থনৈতিক দিক আপনার খুব অগ্রগতি হবে।

মকর রাশি
মকর রাশির জাতক জাতিকারা ধনতেরাসের দিন হলুদ যেকোনও জিনিস, হলুদ কাপড় ইত্যাদি কিনুন। এতে সম্পদের দেবী খুব খুশি হন।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক জাতিকারা ধনতেরাসের দিন গনেশের মূর্তি ও লক্ষ্মী, গণেশের মূর্তি, রুপোর যেকোনও কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মীন রাশি মীন রাশির জাতক-জাতিকারা ধনতেরাসের দিন সোনা কিনুন। এতে আপনার আর্থিক দিকে লাভ হবে। শুধু তাই নয় পিতলের পাত্রও কিনতে পারেন।

 

POST A COMMENT
Advertisement