Deepabali Horoscope 2024: দীপাবলিতে শনি-গুরু দেবে অঢেল টাকা, সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে ৩ রাশির জীবন

Deepabali Horoscope 2024: আর মাত্র অপেক্ষা দুদিনের। তারপরই দীপাবলির উৎসবে মেতে উঠবেন সকলে। দীপাবলির সঙ্গে রয়েছে বাঙালির কালীপুজোও। আলো ও শক্তির উৎসবে মেতে উঠতে দেখা যাবে সবাইকে। এবারের দীপাবলি উপলক্ষ্যে গ্রহরা তৈরি করেছে এক মহাযোগ।

Advertisement
দীপাবলিতে শনি-গুরু দেবে অঢেল টাকা, সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে ৩ রাশির জীবন দীপাবলিতে ৩ রাশির ভাগ্য ঘুরবে
হাইলাইটস
  • আর মাত্র অপেক্ষা দুদিনের। তারপরই দীপাবলির উৎসবে মেতে উঠবেন সকলে।

আর মাত্র অপেক্ষা দুদিনের। তারপরই দীপাবলির উৎসবে মেতে উঠবেন সকলে। দীপাবলির সঙ্গে রয়েছে বাঙালির কালীপুজোও। আলো ও শক্তির উৎসবে মেতে উঠতে দেখা যাবে সবাইকে। এবারের দীপাবলি উপলক্ষ্যে গ্রহরা তৈরি করেছে এক মহাযোগ। একই লাইনে শনি এবং বৃহস্পতির মতো গুরুত্বপূর্ণ গ্রহগুলো একই লাইনে থাকবে। শনি তার মূল ত্রিভুজ রাশিচক্রে কুম্ভ রাশিতে বিপরীতমুখী এবং দেবতাদের গুরু বৃহস্পতি বৃষ রাশিতে বিপরীতমুখী হবে। দীপাবলি উপলক্ষে ২টি গ্রহ গুরুত্বপূর্ণ গ্রহের বিপরীত গতি ৩টি রাশির জাতকদের জন্য সৌভাগ্য বয়ে আনবে৷ চাকরি, ব্যবসায় তুমুল লাভ হবে।

সিংহ রাশি
বৃহস্পতিবার এবং শনির বিপরীত এই গতি সিংহ রাশির জাতকদের জন্য খুবই লাভজনক হতে চলেছে। যাঁরা চাকরির জন্য চেষ্টা করছে, তাঁরা সফল হতে পারে। অবিবাহিতদের বিয়ে ঠিক হতে পারে। আর্থিকভাবেও তা লাভজনক হতে পারে।

বৃশ্চিক রাশি
এই দাপীবলি রাশি বৃশ্চিক রাশির জন্য খুবই শুভ হতে পারে। এই রাশির জাতক-জাতিকাদের আরাম-আয়েশ বিলাসিতা বৃদ্ধি পাবে। 

মকর রাশি
শনি ও বৃহস্পতিবারের বিপরীত গতি মকর রাশির মানুষের জন্য যোগ তৈরি করছে৷ এর ফলে হঠাৎ করে আপনি প্রচুর অর্থ পেতে পারবেন। এর ফলে সময়ে-সময়ে টাকা আসতে পারে৷ খ্যাতি আসতে পারে৷ কর্মকর্তারা পদোন্নতি পেতে পারেন।  

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।) 

POST A COMMENT
Advertisement