Shani Astro Tips: এই কাজগুলি করলে রুষ্ট হন শনিদেব, নেমে আসে ঘোর অমঙ্গল

জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ হিসেবে ধরা হয়। তাঁকে ন্যায়বিচারক এবং কর্মফলের অধিপতি বলা হয়। তাই শনিদেবকে প্রসন্ন রাখতে গেলে আমাদের কিছু কাজ থেকে বিরত থাকা দরকার। এই কাজগুলি করলে শনিদেব রুষ্ট হন এবং জীবনে ঘোর অমঙ্গলের সম্ভাবনা তৈরি হয়। দেখে নিন কোন কাজগুলি শনিদেবকে রুষ্ট করে।

Advertisement
এই কাজগুলি করলে রুষ্ট হন শনিদেব, নেমে আসে ঘোর অমঙ্গলশনিদেবের রোষ এড়াতে এই ভুলগুলি করবেন না।

জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ হিসেবে ধরা হয়। তাঁকে ন্যায়বিচারক এবং কর্মফলের অধিপতি বলা হয়। তাই শনিদেবকে প্রসন্ন রাখতে গেলে আমাদের কিছু কাজ থেকে বিরত থাকা দরকার। এই কাজগুলি করলে শনিদেব রুষ্ট হন এবং জীবনে ঘোর অমঙ্গলের সম্ভাবনা তৈরি হয়। দেখে নিন কোন কাজগুলি শনিদেবকে রুষ্ট করে।

অসত্য বলা ও প্রতারণা: শনিদেব সত্য ও ন্যায়ের প্রতীক। তাই মিথ্যে বলা, প্রতারণা করা বা কারও সঙ্গে অন্যায় আচরণ করলে শনিদেব রুষ্ট হন। এই ধরনের আচরণ জীবনে দুর্ভাগ্য ডেকে আনে। শনিদেবের কৃপা পাওয়ার জন্য সবসময় সত্যের পথে চলার পরামর্শ দেওয়া হয়।

অহংকার ও দুর্ব্যবহার: অহংকার মানুষের পতনের কারণ। শনিদেব অহংকার ও দুর্ব্যবহার একেবারেই সহ্য করেন না। অন্যদের ছোট করা, অহংকার প্রদর্শন করলে শনিদেবের কৃপা সরে যায় এবং জীবনে সমস্যা শুরু হয়। তাই নম্রতা ও ভদ্রতা বজায় রাখাই শ্রেয়।

পরিশ্রমে অনীহা: শনিদেব কর্মফলের অধিপতি, তাই যাঁরা পরিশ্রম করতে চান না, অলস জীবনযাপন করেন, তাঁদের প্রতি শনিদেব অসন্তুষ্ট হন। পরিশ্রম ও সততার মাধ্যমে জীবনে উন্নতি করলে শনিদেবের আশীর্বাদ লাভ করা যায়।

বৃদ্ধ ও দরিদ্রদের অসম্মান: শনিদেব দুঃস্থ ও দরিদ্রদের রক্ষাকর্তা। বৃদ্ধ ও গরিব মানুষদের অসম্মান বা তাঁদের প্রতি খারাপ আচরণ করলে শনিদেব অত্যন্ত ক্রুদ্ধ হন। তাই সবসময় তাঁদের সম্মান করা ও সাহায্যের হাত বাড়ানোর পরামর্শ দেওয়া হয়।

মাদকসেবন ও অন্যায় কাজ: মাদকসেবন, চুরি, দুর্নীতি বা কোনও অপরাধমূলক কাজে জড়িত থাকলে শনিদেবের কৃপা সরে যায়। এমন কাজ জীবনে দুর্ভাগ্য ও সমস্যার সৃষ্টি করে। সৎ ও সঠিক পথে চলাই শনিদেবকে প্রসন্ন করার উপায়।

শনিদেবের কৃপা লাভ করতে হলে সত্য ও ন্যায়ের পথে চলা, নম্র ও পরিশ্রমী হওয়া এবং দরিদ্র ও অসহায় মানুষদের সাহায্য করা অত্যন্ত জরুরি। শনিদেবকে খুশি রাখলে জীবনে সমৃদ্ধি ও শান্তি বজায় থাকে।

Advertisement

POST A COMMENT
Advertisement