Rahu Double Gochar 2026: ২০২৬-এ অর্থহানি নিশ্চিত, রাহুর ডাবল গোচর ৩ রাশিকে পথে বসাবে

২০২৬ সালে এন্ট্রি নিতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। ক্রুর গ্রহ রাহু আগামী বছর গোচর করবে আর ২ বার গোচর করবে এই পাপী গ্রহ। এর বড় প্রভাব দেখা যাবে ১২ টি রাশির জাতকদের ওপর।

Advertisement
২০২৬-এ অর্থহানি নিশ্চিত, রাহুর ডাবল গোচর ৩ রাশিকে পথে বসাবেরাহুর ডাবল গোচরে কাঙাল হবে ৩ রাশি
হাইলাইটস
  • ২০২৬ সালে রাহু ২ অগাস্ট ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে।

২০২৬ সালে এন্ট্রি নিতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। ক্রুর গ্রহ রাহু  আগামী বছর গোচর করবে আর ২ বার গোচর করবে এই পাপী গ্রহ। এর বড় প্রভাব দেখা যাবে ১২ টি রাশির জাতকদের ওপর। ২০২৬ সালে রাহু ২ অগাস্ট ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। এরপর ৫ ডিসেম্বর মকর রাশিতে গোচর করবে। রাহু কুম্ভ রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করবে। এই দ্বৈত গোচর ৩ রাশির ওপর নেতিবাচক প্রভাব পড়বে। 

বৃষ রাশি
২০২৬ সালে রাহু গোচর করার নেতিবাচক প্রভাব দেখা দেবে এই রাশির ওপর। না চাইতেই সমস্যা ঘিরে ধরবে। অর্থহানি হতে হতে পারে। ব্যবসায়ীরা বুঝে শুনে কাজ করুন। সফর করলে তার থেকে ফল পাবেন না। অপ্রয়োজনীয় অর্থ খরচ হবে।  কর্মক্ষেত্রে টার্গেট পূরণ করতে বেশ বেগ পেতে হবে। কোথাও বিনিয়োগ করে থাকলে সেটার থেকে লাভের বদলে ক্ষতির সম্ভাবনা বাড়বে। আর্থিক অবস্থাও টালমাটাল হবে। চাপ বাড়বে হুহু করে।। 

সিংহ রাশি
২০২৬ সালে রাহুর ডাবল গোচর সিংহ রাশিদের ক্ষতির মুখে ফেলবে। আপনার দুঃশ্চিন্তা বাড়বে। ব্যবসায় লোকসান হতে পারে। চাকুরিজীবিদের চ্যালেঞ্জের সামনে পড়তে হতে পারে। বাড়িতে ঝগড়া হতে পারে। আয় কম হতে পারে। এই সময়কাল খুব সাবধানে পেরোতে হবে।  এদেরও কর্মক্ষেত্রে বেজায় চাপে পড়তে হবে। অতিরিক্ত পরিশ্রম করতে হবে কাজ শেষ করার জন্য। ব্যবসায়ীদের ক্ষতির পাল্লা ভারী থাকবে। সম্পর্কের অবনতি ঘটবে। পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে। 

কন্যা রাশি
রাহুর ডাবল গোচর ২০২৬-এ কন্যা রাশির প্রচুর ক্ষতি হবে। মানসিক অশান্তি বাড়বে। কেরিয়ারে একাধিক সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। ব্যবসায় অর্থহানির যোগ রয়েছে। সহকর্মীদের কারণে সমস্যায় পড়তে হতে পারে। বিয়ের কথা চললে সেটা নানা কারণে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।  

Advertisement

POST A COMMENT
Advertisement