Durga Favourite Zodiacs: দুর্গার প্রিয় এই ৩ রাশি, বিপদে পাশে থাকেন দেবী

প্রথমা থেকে নবমী পর্যন্ত দেবীর ৯ রূপের পুজো হয়। আর বাংলায় ষষ্ঠীতে হয় দেবীর বোধন। দুর্গা হলেন আদিশক্তি। তাঁর উপাসনা করলে মেলে দেবীর আশিস। তবে দুর্গার প্রিয় ৩ রাশি রয়েছে।

Advertisement
দুর্গার প্রিয় এই ৩ রাশি, বিপদে পাশে থাকেন দেবীদেবী দুর্গার প্রিয় ৩ রাশি
হাইলাইটস
  • শুরু হয়ে গেল দেবীপক্ষ।
  • ৩ রাশি দেবী দুর্গার খুব প্রিয়।

শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। মা আসছেন। বাংলায় যেমন দুর্গোৎসব, তেমন উত্তর ও পশ্চিম ভারতে উদযাপন করা হয় নবরাত্রি। প্রথমা থেকে নবমী পর্যন্ত দেবীর ৯ রূপের পুজো হয়। আর বাংলায় ষষ্ঠীতে হয় দেবীর বোধন। দুর্গা হলেন আদিশক্তি। তাঁর উপাসনা করলে মেলে দেবীর আশিস। তবে দুর্গার প্রিয় ৩ রাশি রয়েছে। সেই সব রাশির জাতক ও জাতিকারা পান তাঁর কৃপা। 

বৃষ রাশি: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই রাশির জাতক ও জাতিকারা দেবী দুর্গার প্রিয়। দেবী দুর্গা বৃষ রাশির অধিষ্ঠাত্রী দেবী। দেবী দুর্গা বৃষ রাশির উপর তাঁর বিশেষ আশীর্বাদ বর্ষণ করেন। দেবী দুর্গার বিশেষ আশীর্বাদে আশীর্বাদে এই রাশির জাতকরা সৌভাগ্য লাভ করেন। কর্মক্ষেত্রে তাঁরা সেরা পারফর্মার হন। কর্মক্ষেত্রে সম্মান পান। তাঁরা প্রতিপত্তির অধিকারী হন। দেবীর আশীর্বাদে তাঁদের সব কাজ দ্রুত সম্পন্ন হয়। তাঁরা ভাগ্যের সঙ্গ পান। উপবাস করে দেবীর উপাসনা করুন। শুভ ফল পাবেন।

সিংহ রাশি: সিংহ হল দেবী দুর্গার বাহন। তাই এই রাশির জাতক ও জাতিকারা দেবী দুর্গার কাছ থেকে বিশেষ আশীর্বাদ লাভ করেন। দেবী দুর্গার অপর নাম সিংহবাহিনী। সিংহ রাশির অধিপতি সূর্য। এই রাশির জাতক ও জাতিকাদের মধ্যে থাকে নেতৃত্বগুণ। তাঁরা কর্মক্ষেত্রে দুর্দান্ত কাজ করেন। নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সব বাধা পার করেন। অফিসের বস হন। ব্যবসা করলেও সাফল্য লাভ করেন এই রাশির জাতকরা।

তুলা রাশি: এই রাশির অধিপতি গ্রহ শুক্র। অধিষ্ঠাত্রী দেবী দুর্গা। এই রাশির জাতক ও জাতিকাদের পাশে সবসময় থাকেন তিনি। এই রাশির জাতক ও জাতিকারা বিরাট আর্থিক উন্নতি লাভ করেন। জীবনে তাঁরা এগিয়ে যান। পরিশ্রমী হন। ভাগ্যের সঙ্গও পান বিস্তর। এছাড়া তাঁরা কেরিয়ারে সর্বোচ্চ পদে পৌঁছন নিজের বুদ্ধিমত্তা ও কর্মগুণে। কঠোর পরিশ্রম ছাড়বেন না। এতেই আপনার উন্নতি। 

Advertisement

POST A COMMENT
Advertisement