Durga Lucky Zodiacs: মা দুর্গার কৃপা পায় এই ৩ রাশি, জীবন কাটে সুখ-বিলাসিতায়

জ্যোতিষ মতে, রাশিচক্রে ৩টি রাশি দেবী দুর্গার অত্যন্ত প্রিয়। মা দুর্গার কৃপায় সর্বদা লাভবান হন এই রাশির জাতকরা। সব ক্ষেত্রে সাফল্য আসে। জেনে নিন বিশদে...

Advertisement
মা দুর্গার কৃপা পায় এই ৩ রাশি, জীবন কাটে সুখ-বিলাসিতায়দুর্গার প্রিয় এই ৩ রাশি।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, রাশিচক্রে ৩টি রাশি দেবী দুর্গার অত্যন্ত প্রিয়।
  • মা দুর্গার কৃপায় সর্বদা লাভবান হন এই রাশির জাতকরা।
  • সব ক্ষেত্রে সাফল্য আসে।

জ্যোতিষ মতে, রাশিচক্রে ৩টি রাশি দেবী দুর্গার অত্যন্ত প্রিয়। মা দুর্গার কৃপায় সর্বদা লাভবান হন এই রাশির জাতকরা। সব ক্ষেত্রে সাফল্য আসে। জেনে নিন বিশদে...


মেষ রাশি (Aries): 

দুর্গার কৃপা পান মেষ রাশির জাতকরা। চাকরি-ব্যবসায় সাফল্য আসে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকে। সব বাধা দূরে সরিয়ে এগিয়ে যান এই রাশির জাতকরা। 

সিংহ রাশি (Leo): 

দেবীর আশীর্বাদে সিংহ রাশির জাতকদের জীবন সর্বদা সুখের হয়। কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকে। সাফল্য আসে জীবনে। ব্যবসা লাভজনক হয়। 

তুলা রাশি (Libra): 

দেবী দুর্গার কৃপায় লাভবান হন তুলা রাশির জাতকরা। আজীবন সুখ-সাফল্য পান। সব সমস্যা থেকে রেহাই পান এই রাশির জাতকরা। 


অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ৭ জুন সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গল। ২৮ জুলাই পর্যন্ত ওখানেই থাকবে মঙ্গল। এই গোচরে শনি ও মঙ্গল মিলে তৈরি করবে ষড়ষ্টক রাজযোগ। যার প্রভাবে ভাগ্য বদলাবে বৃশ্চিক, মিথুন ও মীন রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ২০ এপ্রিল তৈরি হবে নবপঞ্চম রাজযোগ। যার প্রভাবে লাভের মুখ দেখবেন কর্কট, তুলা ও কন্যা রাশির জাতকরা। অন্য দিকে,জ্যোতিষ মতে, এ বছর শনি রুপোর পা ধারণ করে মীন রাশিতে প্রবেশ করবে। ২০২৭ সাল পর্যন্ত থাকবে এই সংযোগ। যার প্রভাবে বৃশ্চিক, কর্কট ও কুম্ভ রাশির জাতকদের কপাল খুলবে। জ্যোতিষ মতে, ২৯ মার্চ মীন রাশিতে প্রবেশ করেছে শনি। যার ফলে শনি ও রাহুর সংযোগ তৈরি হয়েছে। ১৮ মে পর্যন্ত এই দুই গ্রহের যুগল সংযোগ থাকবে। যার প্রভাবে লাভের মুখ দেখবেন বৃষ, মকর ও তুলা রাশির জাতকরা। 

POST A COMMENT
Advertisement