Durga Puja 2025 Lucky Zodiac: সেপ্টেম্বর মাসটি জ্যোতিষের দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কেন? কারণ এই মাসে বেশ কিছু গ্রহের গুরুত্বপূর্ণ অবস্থান পরিবর্তন হতে চলেছে। সেপ্টেম্বরে একসঙ্গে রাশি বদলাবে চারটি গ্রহ। শুক্র, বুধ, মঙ্গল ও সূর্যের ঘর বদল হবে। আর তার ফলে তৈরি হবে একাধিক বড় গ্রহ নক্ষত্রের যোগ। এর ফলে প্রতিটি রাশির জীবনেই সেই পরিবর্তনের ছাপ পড়তে চলেছে। এদিকে এবার সেপ্টেম্বরের শেষেই দুর্গাপুজো। পুজোর মাসে এই গ্রহ নক্ষত্রের পরিবর্তনের ফলে মূলত ৫ রাশির জীবনে শুভ সময় আসতে পারে বলে মনে করা হচ্ছে। আসুন সেগুলির বিষয়ে এক নজরে জেনে নেওয়া যাক।
আগামী ১৩ সেপ্টেম্বর মঙ্গল তুলা রাশিতে প্রবেশ করবে। তার পরের দিন, ১৪ সেপ্টেম্বর সিংহ রাশিতে প্রবেশ করবেন শুক্র। ১৫ সেপ্টেম্বর বুধ প্রবেশ করবে কন্যা রাশিতে। ১৭ সেপ্টেম্বর সূর্য সিংহ ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করবে। টানা এই চারটি গোচরের জেরে ভাগ্য খুলবে পাঁচ রাশির। সেপ্টেম্বরে তাঁদের জীবনে নাম, যশ, অর্থ এবং সাফল্য আসবে ঝরঝর করে।
বৃষ রাশি
সেপ্টেম্বর মাসে বৃষ রাশির জাতক-জাতিকারা বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন। যারা অনেক দিন ধরে বিদেশ যাত্রার চেষ্টা করছেন, তারা এই মাসে আশার আলো দেখতে পাবেন। পরিবারের সঙ্গে আনন্দে কাটবে পুজোর দিনগুলি। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসা ছাত্রছাত্রীদের জন্যও আসতে পারে সুখবর।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য পেশাক্ষেত্রে সেপ্টেম্বর মাস দারুণ শুভ। পদোন্নতির যোগ রয়েছে। দীর্ঘ দিন ধরে যারা উপযুক্ত চাকরির সন্ধান করছেন, তারা এই মাসে কাঙ্ক্ষিত ফল পেতে পারেন। সমাজে সম্মান ও প্রতিপত্তি বাড়বে। অর্থনৈতিক ক্ষেত্রেও চোখে পড়ার মতো উন্নতি হবে।
সিংহ রাশি
সেপ্টেম্বর মাসে সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য আসছে সৌভাগ্যের সময়। নাম-যশ বৃদ্ধি পাবে। অর্থভাগ্যে আসবে বিশেষ পরিবর্তন। সন্তানের কাজে গর্বিত হবেন। বিনিয়োগের জন্য সময়টি শুভ। একাধিক দিক থেকে আয়ের সুযোগ মিলবে। এই সুযোগ হারানো উচিত হবে না।
কন্যা রাশি
কন্যা রাশির জীবনে সেপ্টেম্বরে বাড়বে মাধুর্য। লোকেরা আপনার কথাবার্তায় মুগ্ধ হবে। প্রেমের সম্ভাবনা দেখা দেবে জীবনে। অর্থের সমস্যা কাটবে। কর্মক্ষেত্রে নাম ও সম্মান বৃদ্ধি পাবে। সব দিক থেকেই উন্নতির সময় আসছে কন্যা রাশির জন্য।
ধনু রাশি
ধনু রাশির জন্য সেপ্টেম্বরে বড় সুখবর। অর্থভাগ্যে বিশাল উন্নতি আসবে। একাধিক জায়গা থেকে আসবে আয়ের সুযোগ। খরচ বাড়বে না। বহু দিনের অসুখ থেকে মুক্তি পাবেন। জীবনের বাধা সরে গিয়ে আসবে সুসময়। কর্মক্ষেত্রে প্রশংসা মিলবে সবার কাছ থেকে।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।