দুর্গাপুজোর আর মাত্র পাঁচ দিন। পাড়ায় পাড়ায় প্যান্ডেল উদ্বোধন, আলোর মালা, থিমের কাজের ব্যস্ততা। সব মিলিয়ে শহর এখন উৎসবের সাজে। এমন সময়ে সকলেই চান আনন্দে কাটুক কটা দিন। কিন্তু শাস্ত্র বলছে, সবার ভাগ্যে সে শান্তি নেই।
জ্যোতিষ গণনা অনুযায়ী, এই পুজোর ক’টা দিন চারটি রাশির জাতক-জাতিকাদের জন্য একটু কঠিন হতে চলেছে। আনন্দের মাঝে হঠাৎ নেমে আসতে পারে অশান্তির ছায়া। জেনে নিন, কোন কোন রাশিকে থাকতে হবে বিশেষ সতর্ক।
মিথুন (Gemini)
পুজোর সময় কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে দশবার ভাবুন। এক চটজলদি সিদ্ধান্ত আপনার চিন্তা বাড়াতে পারে। কোনও ঝামেলায় জড়ানো একেবারেই ঠিক নয়। এই সময় আত্মসংযম বজায় রাখাই শ্রেয়। আনন্দ হোক, কিন্তু একটু সাবধানে।
কর্কট (Cancer)
এই পুজো আপনাকে আনন্দের পাশাপাশি কিছু চ্যালেঞ্জও দিতে পারে। অতিরিক্ত আবেগ বা উচ্ছ্বাসে কোনও কাজ না করাই ভালো। ঝুঁকি এড়ান, এবং চেষ্টা করুন চারপাশের পরিবেশ শান্ত রাখার। হঠাৎ কিছু ঘটলে সংযত থাকুন।
কুম্ভ (Aquarious)
গ্রহের অবস্থান কিছুটা প্রতিকূল। অকারণে কারও সঙ্গে কথা কাটাকাটি বা তর্ক এড়ান। রাস্তায় চলাফেরায় সতর্ক থাকুন, বিশেষ করে গাড়ি চালানোর সময়। ব্যবসা বা টাকার লেনদেনেও সাবধানতা জরুরি। ছোট ভুল বড় সমস্যায় ফেলতে পারে।
মীন (Pieces)
ভাগ্যচক্র ঘুরতে চলেছে ঠিকই, তবে পুজোর সময়টা একটু থেমে চিন্তা করার। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে পরে বিপদে পড়তে হতে পারে। জটিল কাজ থেকে দূরে থাকুন। সময়ের আগে কিছু করতে গিয়ে অযথা বিপদ ডেকে আনবেন না।
শাস্ত্র মতে, উৎসবের সময় গ্রহের অস্থিরতা অনেক সময় জীবনে আনতে পারে হঠাৎ ঝড়। তাই আনন্দের পাশাপাশি একটু সতর্ক থাকলেই কাটতে পারে দুর্গোৎসব নির্বিঘ্নে। আর উৎসব শেষে আবার শুরু হোক সুদিনের নতুন অধ্যায়।