পায়ের তলায় গঠন বলে দেয় চরিত্রSamudrik Shastra Foot Signs:মানুষের মুখ বা হাতের রেখাই শুধু চরিত্র বলে না। সমুদ্র–শাস্ত্র বলছে, পায়ের তলার গঠন, রং, রেখা আর আকার, সবই ব্যক্তির স্বভাব, ভাগ্য, স্বাস্থ্য এবং ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট ইঙ্গিত দেয়। লম্বা তলার সঙ্গে যেমন ভাগ্য-উন্নতির যোগ যুক্ত, তেমনই অতিরিক্ত ছোট তলার ইঙ্গিতও খুব একটা শুভ নয়।
অনেকেই মনে করেন লম্বা পায়ের তলা মানেই আলস্যের লক্ষণ। কিন্তু প্রাচীন শাস্ত্র বলছে, এমন তলা থাকা মানুষরা অগোছালো হলেও জীবনে একসময় বিশাল সাফল্য পেয়ে থাকেন। অন্যদিকে খুব ছোট তলা মানসিক উদ্বেগ বাড়ায়, আর জীবনে লক্ষ্য পূরণ করতে এই মানুষদের বেশ পরিশ্রম করতে হয়।
সাধারণ তলার ক্ষেত্রে নজর দিতে হয় বড় আঙুলের উপর। যদি সেই আঙুলের রেখা স্পষ্ট হয়, তা হলে তলার প্রভাবও ইতিবাচক হয়। বড় আঙুল পাশের আঙুলের চেয়ে ছোট হলে তা সৌভাগ্যের ইঙ্গিত। কিন্তু সবচেয়ে ছোট আঙুল যদি অস্বাভাবিক ছোট বা নখহীন হয়, তাহলে দাম্পত্যে অশান্তির আশঙ্কা থাকে। উল্টোদিকে ছোট আঙুল সুন্দর হলে অর্থভাগ্য ভালো থাকে। কারও যদি আঙুলগুলো বেঁকে থাকে, তাহলে দুই বিয়ের সম্ভাবনা তৈরি হয় বলে শাস্ত্রমতে ধরা হয়।
তলার রঙও অনেক কিছু বলে। স্বাভাবিক, পরিষ্কার রঙ দিলে শরীর-মন সুস্থ থাকার লক্ষণ। রঙ অসম হলে ব্যক্তির চরিত্রে ছলচাতুরির প্রবণতার কথা শোনা যায়। তলার রঙ যদি হালকা গোলাপি হয়, সেটাই সবচেয়ে শুভ সমৃদ্ধি, সৌভাগ্য, অর্থপ্রাপ্তি, সবই বাড়ে। তবে তলায় হলদেটে ভাব থাকলে দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেওয়ার ইঙ্গিত দেয়।
রেখার ক্ষেত্রেও মিলবে অদ্ভুত তথ্য। বড় আঙুল থেকে নিচের দিকে নামা সোজা রেখা প্রচণ্ড বুদ্ধিমত্তার পরিচয়। তলায় যত কম রেখা, ভাগ্য তত ভালো। কিন্তু রেখাগুলোর জাল থাকলে জীবিকা নিয়ে ঘোরাফেরা বা চড়াই–উতরাই বেশি থাকে। শাস্ত্রমতে তলায় যদি শঙ্খ, চক্রের মতো বিরল চিহ্ন থাকে, তা রাজযোগের প্রতীক। এগুলো সাধারণ মানুষের নয়, মহাপুরুষদের লক্ষণ বলে মনে করা হয়।
সবশেষে রয়েছে শুভ চিহ্নের ব্যাখ্যা। যাদের পায়ের তলা মসৃণ, কোমল এবং লালাভ, তাদের উপর ভগবান–লক্ষ্মীর অনুগ্রহ থাকে। তারা জীবনে অঢেল অর্থ ও প্রতিষ্ঠা লাভ করেন। তলায় যদি পদ্মফুল, শঙ্খ, ধ্বজ, তলোয়ার, সাপ বা চক্রের মতো চিহ্ন দেখা যায়, তা হলে ওই ব্যক্তি সাধারণ অবস্থান ছাড়িয়ে খ্যাতি, প্রতিপত্তি এবং সাফল্যের শীর্ষে পৌঁছান।