২০২৬-এ বৃহস্পতির সুনজর কাদের ওপর?দেবগুরু বৃহস্পতি যখনই নিজের অবস্থান পরিবর্তন করে, তার সরাসরি প্রভাব প্রতিটি রাশি, জীবন ও দেশ-দুনিয়ার ওপর পড়তে দেখা যায়। এই সময় বৃহস্পতি মিথুন রাশিতে অতিচারি গতিতে রয়েছে। যেখানে বৃহস্পতি এক বছর পর্যন্ত থাকবেন। অতিচারি হওয়ার সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অন্য রাশিদের ওপরও পড়বে। পঞ্চাঙ্গ অনুসারে, ১১ নভেম্বর ২০২৫-এ গুরু কর্কট রাশিতে বক্রী হয়ে গিয়েছে এবং ৫ ডিসেম্বর পর্যন্ক বক্রী অবস্থাতেই থাকবে। এদিনই দুপুর ৩টে ৩৮ মিনিটে গুরু মিথুন রাশিতে প্রবেশ করে দ্বিতীয়বার বক্রী হবে এবং ১১ মার্চে মিথুন রাশিতে মার্গী হয়ে যাবে। জ্যোতিষ অনুসারে, গুরুর মার্গী হওয়ার ফলে বেশ কিছু রাশি সুবিধা পেতে চলেছে ২০২৬ সালে। আসুন জেনে নিন সেই রাশি কারা।
মেষ রাশি
গুরুর মার্গী হওয়ার ফলে মেষ রাশির জাতকদের জন্য তা ফলদায়ক প্রমাণিত হবে। কর্মক্ষেত্রে সফলতা অর্জন করবেন। পুরনো আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। কেউ দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলে সেই রোগ সেরে যেতে পারে। ব্যবসায় আয় বৃদ্ধি হতে পারে। বৈবাহিক জীবনে মতভেদ থাকলে তা সমাপ্ত হবে। কেরিয়ারে সফলতা প্রাপ্ত হবে।
মিথুন রাশি
মিথুন রাশির মার্গী হওয়া ভাগ্যের প্রবল সঙ্গ পাবেন। আয় বাড়বে। বিনিয়োগের ক্ষেত্রে লাভ পাবেন। ঝুঁকিপূর্ণ কাজে রুচি বাড়বে। চাকরিতে প্রমোশন ও উন্নতি হবে। যাঁদের বিয়ে হচ্ছে না তাঁদের বিয়ের যোগ তৈরি হচ্ছে। ব্যবসায়িদের এই সময় সবচেয়ে বেশি সুবিধা হবে।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির ক্ষেত্রে উন্নতির ভাগ্য খুলবে। সমাজে মান-সম্মান বৃদ্ধি হবে। কর্মক্ষেত্রে উঁচু পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই গোচরের প্রভাবে সম্পর্কে মধুরতা আসবে। ব্যবসার সঙ্গে যুক্ত মামলায় পরিবারের সিদ্ধান্ত অবশ্যই নিন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। ব্যবসায় লাভ হবে। স্বাস্থ্য ভাল থাকবে। বৈবাহিক জীবন সুখকর হবে। খরচ একটু বাড়তে পারে।