Guru Lucky Zodiacs From April: এপ্রিল থেকে ভাগ্য বদল ৪ রাশির, দেবগুরুর আশিসে দুরন্ত উন্নতি

বৃহস্পতি গ্রহ মেষ রাশিতে প্রবেশ করবে ২২ এপ্রিল ভোট ৩টে ৩৩ মিনিটে। মীন রাশি ছেড়ে বৃহস্পতি মেষ রাশিতে প্রবেশ করবে। এর ফলে কারণে ২০২৩ সালে অনেকেই বিশেষ সুবিধা পাবেন।

Advertisement
এপ্রিল থেকে ভাগ্য বদল ৪ রাশির, দেবগুরুর আশিসে দুরন্ত উন্নতি Guru Rashi Parivartan 2023 গুরু রাশি পরিবর্তন।
হাইলাইটস
  • বৃহস্পতি গ্রহ মেষ রাশিতে প্রবেশ করবে ২২ এপ্রিল ভোট ৩টে ৩৩ মিনিটে।
  • মীন রাশি ছেড়ে বৃহস্পতি মেষ রাশিতে প্রবেশ করবে।

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, দেবগুরু বৃহস্পতির ভূমিকা গুরুত্বপূর্ণ। মীন এবং ধনু রাশির অধিপতি বৃহস্পতি গ্রহ। বৃহস্পতি গ্রহকে জ্ঞান ও শিক্ষার কারকও বলা হয়। অর্থাৎ তাঁর আশীর্বাদ থাকলে জ্ঞান ও শিক্ষালাভ হয় মানুষের। বৃহস্পতির আশীর্বাদ থাকলে মানুষ জীবনে উন্নতি করেন। এ ছাড়া বৃহস্পতি গ্রহ মানুষের শরীরে দারুণ প্রভাব ফেলে। কারণ মানুষের ব্যক্তিত্ব গঠনে ভূমিকা রয়েছে দেবগুরুর। সেই বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছেন এপ্রিলে। যার ফলে উন্নতি হবে ৪ রাশির জাতক-জাতিকাদের। 

দেবগুরুর রাশি পরিবর্তন- বৃহস্পতি গ্রহ মেষ রাশিতে প্রবেশ করবে ২২ এপ্রিল ভোট ৩টে ৩৩ মিনিটে। মীন রাশি ছেড়ে বৃহস্পতি মেষ রাশিতে প্রবেশ করবে। এর ফলে কারণে ২০২৩ সালে অনেকেই বিশেষ সুবিধা পাবেন। জ্যোতিষীদের মতে, গ্রহের স্থানান্তর আমাদের জীবনে সু এবং কুপ্রভাব ফেলে। চলুন জেনে নিই সেই সব রাশির জাতক-জাতিকাদের যাঁদের জন্য দেবগুরুর এই যাত্রা সুখকর হবে

বৃহস্পতির গমনে কারা উপকৃত হবেন-

মেষ- মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য বৃহস্পতির গমন খুবই শুভ হতে চলেছে। মেষ রাশির জন্য বৃহস্পতি গমন অত্যন্ত অনুকূল। অর্থকড়ির দিক থেকে তাঁরা লাভবান হবেন। এই সময়ে আপনি পরিশ্রমের ফল পাবেন। আপনার পরিকল্পনা বাস্তবে ফলবে। প্রেম ও দা জীবন ছাড়াও, আপনার বিবাহের সম্ভাবনা বেশি হবে।

কর্কট- বৃহস্পতির গমনে উপকৃত হবেন কর্কট রাশির জাতক-জাতিকারা। আপনার জীবনে গুরুত্বপূর্ণ এবংগঠনমূলক পরিবর্তন দেখা যাবে। ভাগ্যের সঙ্গ পাবেন। চাকরিতে আপনি সেরা কাজ করতে পারবেন। অর্থলাভ হবে। পদোন্নতির যোগ। ব্যবসায় আপনি লাভ করতে পারবেন। 

আরও পড়ুন- মার্চে ৪ গ্রহের ফেরে লাভবান ২ রাশি, ৪ রাশির অর্থহানি-বাধা

সিংহ- সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য এই যাত্রা অনুকূল হবে। এই সময়ে আপনি ধর্মীয় কাজে সফল হবেন। সেই সঙ্গে শতভাগ ভাগ্য আপনার সঙ্গে থাকবে। দ্রুত লাভ করতে সক্ষম হবেন। এই সময়ে আপনি বাইরে যেতে পারেন। যা আপনার জন্য় উপকারী হবে। 

Advertisement

তুলা- এই রাশির জাতক-জাতিকাদের জন্য দেবগুরুর গমন খুবই গুরুত্বপূর্ণ। বৃহস্পতির শুভ প্রভাবের কারণে এই সময়ে আপনি শুভ ফল পাবেন। এই সময়ে আপনার ব্যবসা বৃদ্ধি পাবে। এই রাশির জাতক-জাতিকারা সুখী, পরিপূর্ণ বিবাহ উপভোগ করতে থাকবে। এপ্রিলে অর্থলাভের যোগ। 

বৃহস্পতি শান্তির প্রতিকার-

১। বৃহস্পতিবার উপবাস রাখুন এবং দেবগুরু বৃহস্পতির পুজো করুন।
২। কাঁচা নুন,ছোলা ডাল এবং হলুদের মতো জিনিস দান করুন।
৩। বৃহস্পতিকে শক্তিশালী করতে পোখরাজ পরতে পারেন। 
৪। বৃহস্পতিবার হলুদ বস্ত্র পরিধান করুন এবং কলার মূল পুজো করুন।

 

POST A COMMENT
Advertisement