Jupiter Transit Horoscope: হঠাৎ অর্থলাভ হবে, বৃহস্পতির কৃপায় বিরাট উন্নতি ৩ রাশির

জ্যোতিষ মতে, আগামী মাস, অর্থাৎ জুন মাসেই উদিত হবে বৃহস্পতি। গুরু গোচরের শুভ প্রভাব পড়বে বিভিন্ন রাশির জাতকদের জীবনে। বিশেষ করে উপকৃত হবেন ৩ রাশির জাতকরা। জেনে নিন, কোন ৩ রাশির জাতকদের ভাগ্য খুলবে...

Advertisement
হঠাৎ অর্থলাভ হবে, বৃহস্পতির কৃপায় বিরাট উন্নতি ৩ রাশিরবৃহস্পতির কৃপায় ভাগ্য বদলাবে।
হাইলাইটস
  • জুন মাসেই উদিত হবে বৃহস্পতি।
  • গুরু গোচরের শুভ প্রভাব পড়বে বিভিন্ন রাশির জাতকদের জীবনে।
  • বিশেষ করে উপকৃত হবেন ৩ রাশির জাতকরা।

জ্যোতিষ মতে, আগামী মাস, অর্থাৎ জুন মাসেই উদিত হবে বৃহস্পতি। গুরু গোচরের শুভ প্রভাব পড়বে বিভিন্ন রাশির জাতকদের জীবনে। বিশেষ করে উপকৃত হবেন ৩ রাশির জাতকরা। জেনে নিন, কোন ৩ রাশির জাতকদের ভাগ্য খুলবে...

বৃষ রাশি (Taurus): 
বৃহস্পতির উদয়ে লাভবান হবেন বৃষ রাশির জাতকরা। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। কর্মক্ষেত্রে দারুণ সাফল্য পাবেন। আয় বাড়বে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। লাভের মুখ দেখবেন ব্যবসায়ীরা। 

সিংহ রাশি (Leo): 
বৃহস্পতির কৃপায় ধনলাভ হবে সিংহ রাশির জাতকদের। কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে। আয় বাড়বে। ব্যবসায়ীরা সফল হবেন। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। 

কর্কট রাশি (Cancer): 
ভাগ্য খুলবে কর্কট রাশির জাতকদের। অর্থলাভ হবে। বিয়ের প্রস্তাব পেতে পারেন অবিবাহিতরা। ব্যবসায় সব বাধা কেটে যাবে। বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ৩১ মে রাশি বদলাবে বুধ। বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে এই গ্রহ। বুধের গোচরে বিশেষ করে কপাল খুলবে কর্কট, বৃষ এবং মিথুন রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী ২৯ জুন কুম্ভ রাশিতে বক্রি হবে শনি। এই গ্রহের বক্রিতে কপাল খুলবে ৩ রাশির জাতকদের। অর্থলাভ যেমন হবে, তেমনই সব বাধা কেটে যাবে। রাজার হালে থাকবেন কুম্ভ, মেষ এবং মিথুন রাশির জাতকরা। 
 

POST A COMMENT
Advertisement