Jupiter Rise June Horoscope: সুখ উপচে পড়বে, বৃহস্পতির উদয়ে দারুণ উন্নতি ৩ রাশির

জ্যোতিষ মতে, জুন মাসে উদিত হতে চলেছে বৃহস্পতি। এর প্রভাবে বিশেষ করে ৩ রাশির জাতকদের জীবনে আসবে বিরাট বদল। কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন, সবেতেই দারুণ সাফল্য পাবেন ৩ রাশির জাতকরা। জেনে নিন...

Advertisement
সুখ উপচে পড়বে, বৃহস্পতির উদয়ে দারুণ উন্নতি ৩ রাশিরবৃহস্পতির কৃপায় ভাগ্য বদল।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, জুন মাসে উদিত হতে চলেছে বৃহস্পতি।
  • বিশেষ করে ৩ রাশির জাতকদের জীবনে আসবে বিরাট বদল।
  • সবেতেই দারুণ সাফল্য পাবেন ৩ রাশির জাতকরা।

জ্যোতিষ মতে, জুন মাসে উদিত হতে চলেছে বৃহস্পতি। এর প্রভাবে বিশেষ করে ৩ রাশির জাতকদের জীবনে আসবে বিরাট বদল। কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন, সবেতেই দারুণ সাফল্য পাবেন ৩ রাশির জাতকরা। জেনে নিন...

বৃষ রাশি (Taurus): 
বৃহস্পতির কৃপায় উন্নতি হবে বৃষ রাশির জাতকদের। অর্থলাভ হবে। চাকরিতে সব বাধা কেটে যাবে। কেরিয়ারে পদোন্নতি হতে পারে। লাভের মুখ দেখবেন ব্যবসায়ীরা। 

সিংহ রাশি (Leo): 

কপাল খুলতে পারে সিংহ রাশির জাতকদের। চাকরিতে পদোন্নতি হতে পারে। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। দাম্পত্য জীবন মধুর হবে। দীর্ঘদিনের কোনও ইচ্ছেপূরণ হবে।


কর্কট রাশি (Cancer): 
বৃহস্পতির উদয়ে ভাগ্য খুলবে কর্কট রাশির জাতকদের। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। ব্যবসায়ীরা লাভবান হবেন। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ৩১ মে বৃষ রাশিতে প্রবেশ করছে বুধ। ওই রাশিতে আগে থেকেই রয়েছে শুক্র। ফলে বুধ এবং শুক্রের মিলন হবে। এর ফলেই তৈরি হবে লক্ষ্মী-নারায়ণ যোগ। এই বিশেষ যোগের শুভ প্রভাব পড়বে মেষ, মীন এবং কন্যা রাশির জাতকদের জীবনে। জ্যোতিষ মতে, জুন মাসের শেষে মিথুন রাশিতে উদয় হবে শুক্রের। এই গ্রহের উদয়ে কপাল খুলবে তুলা, সিংহ এবং মিথুন রাশির জাতকদের।


 

POST A COMMENT
Advertisement