১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার রাত ১০টা ১১ মিনিটে জ্ঞানের কারক দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে বক্রী হতে চলেছে। চন্দ্রমার কর্কট রাশি গুরুর উচ্চ রাশি। গুরু গ্রহ এই সময় বুধের মিথুন রাশিতে বিরাজ করছে আর ১৮ অক্টোবর ২০২৫-এ এই গ্রহ নিজের রাশি বদলে কর্কট রাশিতে গোচর করবে। আসুন জেনে নিই গুরুর এই বক্রী চাল কোন কোন রাশির জন্য শুভ প্রভাব নিয়ে আসবে।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য গুরুর বক্রী হওয়া শুভ প্রভাব ফেলবে। হঠাৎ করে অর্থলাভ হওয়ায় আর্থিক সমস্যা থেকে স্বস্তি পাবেন। বিনিয়োগে বড় লাভ হতে পারে। পুরনো ঋণ থেকে মুক্তি পাবেন। জাতক নিজেদের মনকে স্থির রাখতে সফল হবে। পারিবারিক সমস্যা অনেকটা মিটবে। আধ্যাত্মিক ক্রিয়াকার্যের দিকে ঝুঁকবেন।
তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য গুরুর বক্রী হওয়া অনেক ক্ষেত্রে শুভ প্রমাণিত হবে। ঘর-পরিবারের সঙ্গে যুক্ত কাজ সফল হবে। পুরনো কোনও মামলা সমাধান হবে। অর্থ কামানোর রাস্তা খুলে যাবে। জাতক মানসিক দিক থেকে আরও মজবুত হবেন। পৈতৃক সম্পত্তি অর্জন করতে পারবেন। গুরুর কৃপায় শুভ ফল পাবেন।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের জন্য গুরুর বক্রী হওয়া লাভজনক। পারিবারিক সম্পর্ক গভীর হবে। ছোট ভাই-বোনেদের থেকে সাহায্য পাবেন। কথাবার্তার মাধ্যমে যে কোনও সমস্যার সমাধান পাবেন। জাতকেরা জ্যান সম্পর্কিত বিষয়ে সফলতা পাবেন। শৃঙ্খলাপরায়ন হবেন। আটকে থাকা অর্থ ফেরৎ পাবেন।