কলিযুগের রক্ষক হনুমানজি বজরংবলি। হিন্দু শাস্ত্রমতে, হনুমানজি সবসময় ভক্তদের রক্ষা করেন। তবে জ্যোতিষশাস্ত্র বলছে, বিশেষ পাঁচটি রাশির জাতক-জাতিকাদের উপর বজরংবলির কৃপা সর্বাধিক। এই ৫ রাশির মানুষদের জীবনে কখনও অর্থের অভাব হয় না। জীবনের নানা সমস্যাও সহজেই কাটিয়ে ওঠেন তাঁরা। মঙ্গলবার হনুমানজির পুজো করা হয়। কারণ মঙ্গলবার মঙ্গল গ্রহের অধিপতি হন। মেষ ও বৃশ্চিক রাশির ওপর মঙ্গলের প্রভাব বেশি। তাই এই দুই রাশি হনুমানজির প্রিয়। তবে শুধু মেষ ও বৃশ্চিক নয়, আরও তিনটি রাশিও বজরংবলির বিশেষ কৃপাধন্য। এই পাঁচ রাশির জাতক-জাতিকাদের জীবনে হনুমানজির পুজো করলে সাফল্য আসবে। জীবনের প্রতিটি সংকট সহজে কেটে যাবে।
কোন ৫ রাশির উপর থাকে বজরংবলির বিশেষ আশীর্বাদ?
মেষ রাশি
মেষ রাশির অধিপতি মঙ্গল। হনুমানজি মঙ্গলের সঙ্গে যুক্ত। তাই মেষ রাশির জাতক-জাতিকারা হনুমানজির কৃপা পান। এঁরা সাহসী ও সত্যবাদী হন। আত্মবিশ্বাসে ভরপুর থাকেন। হনুমানজির পুজো করলে আর্থিক উন্নতি হয়। জীবনের সমস্যা দূরে সরে যায়। কখনও অর্থের টানাটানি থাকে না।
সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদের উপর হনুমানজির বিশেষ আশীর্বাদ থাকে। এঁরা ছোট বয়সেই সফলতা পান। প্রচুর অর্থ উপার্জন করেন। বড় মনের মানুষ হন। অন্যের উপকার করতে ভালোবাসেন। হনুমানজির পুজো করলে জীবনের অমীমাংসিত কাজও সম্পন্ন হয়। কঠোর পরিশ্রম ও জ্ঞানের মাধ্যমে জীবনে সাফল্য আসে।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। তাই হনুমানজির আশীর্বাদে এঁরা সুখ-সমৃদ্ধি পান। ব্যবসায় প্রচুর উন্নতি হয়। জীবনে কখনও আর্থিক সমস্যা থাকে না। বজরংবলির কৃপায় জীবনে সফলতা আসে।
মকর রাশি
মকর রাশি হল মঙ্গলের উচ্চ রাশি। তাই এই রাশির জাতক-জাতিকারা হনুমানজির কৃপা পেলে জীবনে উন্নতি করেন। কোনও সমস্যায় পড়লে হনুমানজিকে স্মরণ করলে সমস্যা দূর হয়। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে বজরংবলির ধ্যান করলে শুভ ফল মেলে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির অধিপতি শনিদেব। তবে হনুমানজির ভক্ত হলে শনির কৃপাও মেলে। এই রাশির জাতক-জাতিকারা বজরংবলির আশীর্বাদে জীবনে উন্নতি করেন। প্রতিদিন সকালে স্নানের পর হনুমান চালিশা পাঠ করলে জীবন থেকে সংকট দূর হয়। শান্তি ও সমৃদ্ধি আসে।