হনুমান জয়ন্তী ২০২৪হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে চৈত্র মাসের শুক্ল পক্ষের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তীর উৎসব পালন করা হয়। এই বছর হনুমান জয়ন্তী ২৩ এপ্রিল মঙ্গলবার পালন করা হবে আর এইদিনই হনুমান জন্মোৎসবও পালন করা হবে। এই বছরের হনুমান জয়ন্তী খুবই বিশেষ বলে মনে করা হচ্ছে। কারণ এইদিন শনি কুম্ভ রাশিতে শশ রাজযোগ নির্মাণ করবে। আসলে হনুমান জয়ন্তীতে শনিদেবের এই রাজযোগ প্রায় ১০ বছর পর হতে চলেছে। যেটা খুবই বিশেষ বলে মনে করা হচ্ছে। কারণ হনুমান জয়ন্তীর দিন শনিদেবের উপাসনা করলেও জীবনে সব কষ্ট দূর হয়ে যায়। আসুন জেনে নিই যে শনির শশ রাজযোগের ফলে কোন রাশিগুলি সাড়েসাতির প্রভাব থেকে মুক্তি পাবে।
মকর রাশি
হনুমান জয়ন্তীতে শনির সংযোগ মকর রাশির জাতকদের জন্য খুবই বিশেষ বলে মানা হচ্ছে। মকর রাশির জাতকেরা সাড়েসাতির প্রভাব থেকে মুক্তি পাবে। আগামী ১ মাস রয়েছে উন্নতির যোগ। মকর রাশির জাতকদের ব্যবসায় লাভ হবে। আটকে থাকা অর্থ ফেরত আসবে। নতুন মানুষদের সঙ্গে পরিচয় হবে।
কুম্ভ রাশি
হনুমান জয়ন্তীতে শনির সংযোগে কুম্ভ রাশির জাতকদের ভাগ্য তুঙ্গে থাকবে। বড় কোনও খবর পেতে পারেন। আর্থিক পরিস্থিতি শুধরে যাবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন।
মীন রাশি
হনুমান জয়ন্তীতে শনির সংযোগে মান রাশির জাতকদের সব কাজে সফলতা পাওয়া যাবে। পরিশ্রমের ভাল ফল পাবেন। চাকরিতে নতুন সুযোগ আসবে। মীন রাশির জাতকদের জীবনে সুখের সঞ্চার হবে।