Sri Krishna Favourite Zodiac Holi 2024: হোলিতে সৌভাগ্য আসবে, জীবন বদলাবে শ্রীকৃষ্ণের প্রিয় এই ৪ রাশির

জ্যোতিষ মতে, শ্রীকৃষ্ণের প্রিয় ৪ রাশি। দোলপূর্ণিমায় লাভবান হতে পারেন এই রাশির জাতকরা। সবসময় কৃষ্ণের আশীর্বাদ পান এই রাশির জাতকরা। কেউ অর্থলাভ করতে পারেন। আবার ঘরে আসতে পারে সুখ-সমৃদ্ধি। তা হলে জেনে নিন কৃষ্ণের কোন প্রিয় ৪ রাশির জাতকদের জীবনে সাফল্য আসবে...

Advertisement
হোলিতে সৌভাগ্য আসবে, জীবন বদলাবে শ্রীকৃষ্ণের প্রিয় এই ৪ রাশিরহোলিতে লাভবান হবেন এই ৪ রাশির জাতকরা।
হাইলাইটস
  • আগামী ২৫ মার্চ দোলপূর্ণিমা।
  • হিন্দু ধর্মে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ।
  • এই দিন রাধাকৃষ্ণের আরাধনা করা হয়।

আগামী ২৫ মার্চ দোলপূর্ণিমা। হিন্দু ধর্মে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। এই দিন রাধাকৃষ্ণের আরাধনা করা হয়। বিশ্বাস করা হয়, এই দিনে ভক্তিভরে কৃষ্ণের পুজো করলে শুভ ফল পাওয়া যায়। হোলিতে তাই রাধাকৃষ্ণের পুজো করেন অনেকে। 

জ্যোতিষ মতে, শ্রীকৃষ্ণের প্রিয় ৪ রাশি। দোলপূর্ণিমায় লাভবান হতে পারেন এই রাশির জাতকরা। সবসময় কৃষ্ণের আশীর্বাদ পান এই রাশির জাতকরা। কেউ অর্থলাভ করতে পারেন। আবার ঘরে আসতে পারে সুখ-সমৃদ্ধি। তা হলে জেনে নিন কৃষ্ণের কোন প্রিয় ৪ রাশির জাতকদের জীবনে সাফল্য আসবে...

বৃষ রাশি (Taurus): 

জ্যোতিষ মতে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে বৃষ রাশির জাতক ছিলেন। তাই বৃ। রাশির জাতকরা সবসময় কৃষ্ণের আশীর্বাদ পান। সবরকম বিপদ থেকে এই রাশির জাতকদের রক্ষা করেন কৃষ্ণ। হোলিতে স্বয়ং শ্রীকৃষ্ণের আশীর্বাদে প্রচুর সাফল্য পাবেন এই রাশির জাতকদের। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়। 

কর্কট রাশি (Cancer): 


দোলপূর্ণিমায় কৃষ্ণের আরাধনায় ভাগ্য খুলতে পারে কর্কট রাশির জাতকদের। বিশ্বাস করা হয়, শ্রীকৃষ্ণের আরাধনা করলে সাফল্য পান এই রাশির জাতকরা। ভক্তি ভরে কৃষ্ণের পুজো করলে এই রাশির জাতকদের জীবনে সুখ-সমৃদ্ধি আসে। মানসিক শান্তিতে থাকেন জাতকরা। 

তুলা রাশি (Libra): 

শ্রীকৃষ্ণের কৃপায় লাভবান হতে পারেন তুলা রাশির জাতকরাও। হিন্দু পুরাণ মতে কৃষ্ণের অন্যতম প্রিয় রাশি হল তুলা। এই রাশির জাতকদের অর্থলাভ হতে পারে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। 

সিংহ রাশি (Leo): 


মনে করা হয়, সিংহ রাশির জাতকদের পছন্দ করেন শ্রীকৃষ্ণ। তাই সবসময় এই রাশির জাতকদের উপর কৃষ্ণের আশীর্বাদ থাকে। সুখ-সমৃদ্ধিতে ভরে থাকে এই রাশির জাতকদের জীবন। 

জ্যোতিষ মতে, হোলিতে বিশেষ যোগ তৈরি হচ্ছে। শুক্র এবং মঙ্গলের মিলন হতে চলেছে। যার ফলে তৈরি হবে মহালক্ষ্মী রাজযোগ। এই বিশেষ যোগের শুভ প্রভাব পড়বে ৩ রাশির জাতকদের জীবনে। লাভবান হবেন কুম্ভ, বৃশ্চিক, তুলা রাশির জাতকরা। আগামী সপ্তাহেই অবস্থান বদলাচ্ছে বুধ। ২৬ মার্চ মেষ রাশিতে প্রবেশ করবে বুধ। এর ফলে লাভবান হবেন ৬ রাশির জাতকরা। কপাল খুলবে মেষ, মিথুন, ধনু, কুম্ভ, সিংহ, তুলা রাশির জাতকদের। কোনও রাশির জাতকদের কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। আবার কোনও রাশির জাতকরা সম্পদ লাভ করতে পারেন।
 

Advertisement

POST A COMMENT
Advertisement