Horoscope Today: সিংহ রাশির স্বাস্থ্যের অবনতি, ধনুর অবৈধ প্রণয়! জানুন আজকের রাশিফল

Daily Bengali Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces- চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন আজকের রাশিফল।

Advertisement
সিংহ রাশির স্বাস্থ্যের অবনতি, ধনুর অবৈধ প্রণয়! জানুন আজকের রাশিফল  আজকের রাশিফল

Horoscope 2nd January 2022: স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা,  কেমন যাবে আপনার আজকের দিন? জানুন আজকের রাশিফল (Rashifal)। 


মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20) 

বাতজবেতনা। পারিবারিক জীবনের জন্য সময়টা ভাল নয়। আর্থিক উন্নতি। মানসিক তৃপ্তি। বিশেষ কাজগুলি আপাতত স্থগিত রাখুন।


বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)

প্রশংসনীয় কার্য। প্রণয়াসক্তি। প্রতিযোগিতায় সাফল্য। সৌভাগ্য বৃদ্ধি। নতুন চাকরীর সুযোগ। পারে। বিতর্ক থেকে দূরে থাকুন। 


মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21) 

অসুস্থতা। কঠোর পরিশ্রমের ফল পাবেন। বিমান যাত্রায় বিপদ। মিডিয়া সেক্টরের সঙ্গে যুক্তদের প্রত্যাশা পূরণ। 

 
কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)

দাম্পত্য ভাঙ্গন। চৌর্যভয়। অশান্ত ও অস্থির হয়ে উঠবেন। পৈতৃকসূত্রে লাভ। জীবনে নতুন কোনও বন্ধু আসতে পারে। 


সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23) 

স্বাস্থ্যের অবনতি। মানসিক পীড়া। প্রতিবেশী কলহ। আয়ের পথ প্রশস্থ। মানহানি। অর্থাগমে বিলম্ব। আপনার প্রত্যাশা অনুযায়ী কাজের সুযোগ।


কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23) 

দান ধ্যান। কর্ম পরিবর্তন। সফল প্রচেষ্টা। মনোরথ সিদ্ধি।অগ্নিভয়। বিদ্যার্থীদের পড়াশোনায় ঝামেলা দেখা দেবে। 


তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23) 

সদানন্দ। ক্রোধান্বিত বোধ করবেন। কর্মে সাফল্য। পতনাশঙ্কা। অস্থিভঙ্গ। বিজ্ঞানীদের সাফল্য। জনসেবায় নিযুক্ত। 


বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)

ঋণ মুক্তি। মাতৃস্নেহ লাভ। প্রশংসা লাভ। কর্মে অনীহা। চিকিৎসা বিভ্রাট। অর্থ বিনিয়োগে ক্ষতি। রোগ ব্যাধি হতে পারে।


ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21) 

অবৈধ প্রণয়। প্রেমের জীবন ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে। আয় বৃদ্ধি। অপমানিত। উদ্বেগ বৃদ্ধি। আর্থিক ক্ষতি।


মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)

বিষণ্ণতা। মনোমালিন্য। মাথায় যন্ত্রণাভোগ। জনহিতকর কার্য। চিকিৎসায় বহু ব্যয়। ক্ষমতা বৃদ্ধি। ভোগ বিলাসে ব্যয়। 


কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19) 

আর্থিক লাভ। প্রকল্প শুরু হতে দেরি হতে পারে। অস্ত্রোপচারে সাফল্য। স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। গাড়ি চালানোর সময় সাবধান হওয়া দরকার।

Advertisement


 মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-March 20)

বিরোচিত কার্য। আশার সঞ্চার। প্রশিক্ষণের সুযোগ। উদাসীনতা। কলানুরাগ। দ্বিমুখী আয়। ক্ষতি হওয়ার সম্ভবনা।


 

POST A COMMENT
Advertisement