Astrological Predictions: নতুন বছর কেমন কাটবে? আপনার নামের প্রথম অক্ষর দিয়ে জেনে নিন

জ্যোতিষ শাস্ত্রে নামেরও গুরুত্ব রয়েছে। প্রতিটি নামের নেপথ্যে জড়িয়ে থাকে সেই ব্যক্তির চারিত্রিক পরিচয়। নামের আদ্যক্ষর দেখেও এক জন মানুষের ভবিষ্যদ্বাণী করা যায়।

Advertisement
নতুন বছর কেমন কাটবে? আপনার নামের প্রথম অক্ষর দিয়ে জেনে নিন
হাইলাইটস
  • জ্যোতিষ শাস্ত্রে নামেরও গুরুত্ব রয়েছে।
  • প্রতিটি নামের নেপথ্যে জড়িয়ে থাকে সেই ব্যক্তির চারিত্রিক পরিচয়।
  • নামের আদ্যক্ষর দেখেও এক জন মানুষের ভবিষ্যদ্বাণী করা যায়।

নতুন বছর ২০২৪ কেমন কাটবে? এই নিয়ে জ্যোতিষ মহলে নানা চর্চা চলছে। অনেকেই নিজেদের রাশি দেখে নিচ্ছেন, তাঁদের নতুন বছর কেমন হতে চলেছে। ভাগ্যগণনা করে অনেকেই জানতে চাইছেন, নতুন বছরে তাঁদের কপাল খুলবে কিনা! ইতিমধ্যেই বিভিন্ন ভবিষ্যদ্বাণী দিচ্ছেন বিভিন্ন জ্যোতিষীরা। 

জ্যোতিষ শাস্ত্রে নামেরও গুরুত্ব রয়েছে। প্রতিটি নামের নেপথ্যে জড়িয়ে থাকে সেই ব্যক্তির চারিত্রিক পরিচয়। নামের আদ্যক্ষর দেখেও এক জন মানুষের ভবিষ্যদ্বাণী করা যায়। তা হলে চলুন, জেনে নেওয়া যাক ইংরেজিতে আপনার নামের আদ্যক্ষর অনুযায়ী ২০২৪ কেমন কাটবে...

A
 ইংরেজিতে যাঁদের নামের আদ্যক্ষর A, তাঁরা সাহসী এবং আত্মবিশ্বাসী হন। নতুন বছরে তাঁদের জীবনে প্রেম আসতে পারে। নানা শারীরিক সমস্যায় ভুগতে পারেন। সাহসী হওয়ায় এঁদের কেউ দমাতে পারেন না। 


B
 ২০২৪ সালে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। কাজে সাফল্য পাবেন। এঁরা রোমান্টিক হন। তবে অপরের থেকে ধাক্কা খেতে পারেন। আপনজনকে আগলে রাখতে ভালবাসেন। 

C
 অর্থ, প্রেমে মাঝারি সাফল্য পাবেন। এঁরা মিশুকে প্রকৃতির হন। বছরের প্রথম ভাগ সুখে কাটবে। তবে পারিবারিক অশান্তি হতে পারে। 

D

নতুন বছরে আয় ভাল হবে। তবে আয় হলেও খরচ বাড়বে। এঁরা পরিশ্রম করতে পারেন। তাই সাফল্য এঁদের হাতের মুঠোয় থাকে। 

E

নতুন বছরে নিজের যত্ন নিতে হবে। অর্থ উপার্জন মাঝারি মাপের হবে। পারিবারিক সুখ বজা থাকবে। মাঝে মধ্যে নানা ঘটনায় হতাশ হতে পারেন। 

F

নতুন বছর ভাল কাটবে। নাম, যশ, অর্থের যোগ ভাল। তবে কোনও ঘটনায় উত্তেজিত হবেন না। শান্ত এবং সংযম থাকুন। 

G

কর্মক্ষেত্র মোটামুটি ভালই কাটবে। ব্যবসায় মন্দা হতে পারে। অর্থ ভাগ্য মধ্যম। নতুন বছরে বুঝে শুনে চলতে হবে। এমন কোনও কাজে সাফল্য পাবেন, যা সব কষ্ট ভুলিয়ে দেবে। 

H
 অকারণে বদনাম হতে পারে। রাগ কমাতে হবে। নতুন বছরে অর্থভাগ্য মধ্যম। 

Advertisement

I

নতুন বছর ভাল কাটবে এঁদের। অর্থ এবং যশের যোগ রয়েছে। বিদেশ ভ্রমণ করতে পারেন। 

J

নতুন বছরে অর্থভাগ্য ভাল। প্রেম ভাগ্য মধ্যম। নতুন বছরে নিজের লক্ষ্য থেকে সরবেন না। 

k
 ২০২৪ সাল ভাল কাটবে এঁদের। আয় বাড়বে। তবে দুর্নাম হতে পারে কোনও কারণে। 

L

নতুন বছরে কোনও বাধার মুখোমুখি হতে পারেন। তবে নিজের লক্ষ্যে অবিচল থাকুন। ভাল-মন্দ মিশিয়ে কাটবে নতুন বছর। পারিবারিক সুখ বজায় থাকবে। 

M

নতুন বছরে এঁদের অর্থ এবং যশ ভাগ্য ভাল। অপ্রিয় কথা বলবেন না। 

N

নতুন বছরের শুরুটা সুখকর হবে না। শারীরিক সমস্যা হতে পারে। অর্থ ভাগ্য মধ্যম। 

O

নতুন বছর এঁদের ভাল কাটবে। জীবনে নতুন প্রেম আসতে পারে। অর্থ ভাগ্য ভাল। 

P

২০২৪ সালে বড় কিছু প্রাপ্তি হতে পারে। হঠাৎ করে অর্থ প্রাপ্তি হতে পারে। নতুন প্রেম আসতে পারে জীবনে। 

Q   
 নতুন বছর নিশ্চিন্তেই কাটবে। অর্থ ভাগ্য মধ্যম। 

R

নতুন বছর ভাল-মন্দ মিশিয়ে কাটবে এঁদের। অর্থ যোগ রয়েছে। তবে প্রেম ভাগ্য তেমন আশা ব্যাঞ্জক নয়। খরচ সম্পর্কে সচেতন হন। 

S

নতুন বছর এঁদের ভাল কাটবে। বাড়তি সুখ আসবে জীবনে। অর্থভাগ্য ভাল হবে। প্রেম ভাগ্য খুব একটা ভাল নয়। 

T

নতুন বছর মোটামুটি ভাল। খারাপ কিছু হবে না। নতুন কিছু আশা না করাই ভাল। 

U

নতুন বছরটা সুখেই কাটবে। খ্যাতি পাবেন কোনও কাজে। অর্থভাগ্য মধ্যম। 

V

 ২০২৪ সাল ভাল কাটবে। অর্থ, প্রেম ভাগ্য ভাল। ছোটখাটো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই সাবধানে থাকতে হবে। 

W

নতুন বছর খুব একটা সুখকর নয়। নানা বাধার সম্মুখীন হতে পারেন। অর্থ ভাগ্য তেমন একটা ভাল নয়। 

X

অর্থ ভাগ্য নতুন বছরে তেমন একটা ভাল নয়। খরচ বাড়তে পারে। তবে সুনাম বজায় থাকবে। 

Y
 ভাল-মন্দ মিশিয়ে নতুন বছর কাটবে। কোনও কাজে হতাশ হতে পারেন। 

Z

এঁদের নতুন বছর ভাল কাটবে। সামাজিক ক্ষেত্রে সুনাম বাড়বে। অর্থ ভাগ্য ভাল। 

POST A COMMENT
Advertisement