Jagannath Dev Favourite Zodiacs: জগন্নাথদেবের আশীর্বাদ থাকে এই ৪ রাশিতে, আজীবন সুখ-সাফল্য

জ্যোতিষ মতে, রাশিচক্রে এই রাশির জাতকরা জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয়। প্রভু জগন্নাথের কৃপায় এই রাশির জাতকরা সব বাধা পার করে সফল হন। সব ক্ষেত্রে সাফল্য আসে। জেনে নিন, কোন ৪ রাশির জাতক জগন্নাথদেবের খুব প্রিয়...

Advertisement
জগন্নাথদেবের আশীর্বাদ থাকে এই ৪ রাশিতে, আজীবন সুখ-সাফল্য জগন্নাথদেবের প্রিয় এই রাশির জাতকরা।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, রাশিচক্রে এই রাশির জাতকরা জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয়।
  • এই রাশির জাতকরা সব বাধা পার করে সফল হন।
  • সব ক্ষেত্রে সাফল্য আসে।

জ্যোতিষ মতে, রাশিচক্রে এই রাশির জাতকরা জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয়। প্রভু জগন্নাথের কৃপায় এই রাশির জাতকরা সব বাধা পার করে সফল হন। সব ক্ষেত্রে সাফল্য আসে। জেনে নিন, কোন ৪ রাশির জাতক জগন্নাথদেবের খুব প্রিয়...


কর্কট রাশি (Cancer): 

জগন্নাথদেবের অন্যতম প্রিয় রাশি হল কর্কট। এই রাশির জাতকরা চাকরিতে ব্যাপক উন্নতি করে থাকেন। সব ক্ষেত্রে সাফল্য আসবে। 

সিংহ রাশি (Leo): 

প্রভু জগন্নাথের আশীর্বাদ পান সিংহ রাশির জাতকরা। এই রাশির জাতকরা সাহসী, পরিশ্রমী হন। কেরিয়ারে উন্নতি করে থাকেন এই রাশির জাতকরা। 

তুলা রাশি (Libra): 

জগন্নাথদেবের অত্যন্ত প্রিয় রাশি হল তুলা। এই রাশির জাতকরা সমাজে সম্মান পান। কেরিয়ারে উন্নতি করে হয়। সব ক্ষেত্রে সাফল্য আসে। 

বৃষ রাশি (Taurus): 

বৃষ রাশির জাতকরা জগন্নাথ দেবের আশীর্বাদ পেয়ে থাকেন। এই রাশির জাতকরা সব বাধা পার করে লক্ষ্যপূরণ করেন। জীবন হয় সুখের। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ১২ মে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল। যার প্রভাবে মেষ, কর্কট, মকর ও বৃশ্চিক রাশির জীবনে সুখ-সমৃদ্ধি বাড়বে। জ্যোতিষ মতে, আগামী জুন মাসে বুধের রাশি মিথুনে প্রবেশ করবে শুক্র। যার ফলে কপাল খুলবে মিথুন, তুলা এবং সিংহ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ১৫ জুন মিথুন রাশিতে প্রবেশ করবে সূর্য। যার ফলে কপাল খুলবে সিংহ, কন্যা ও তুলা রাশির জাতকদের।জ্যোতিষ মতে, মে মাসের শুরুতে বুধ ও বৃহস্পতি মিলে তৈরি করবে ত্রিএকাদশ যোগ। যার জেরে কপাল খুলবে বৃষ, মকর ও কর্কট রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ৭ জুন সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গল। ২৮ জুলাই পর্যন্ত ওখানেই থাকবে মঙ্গল। এই গোচরে শনি ও মঙ্গল মিলে তৈরি করবে ষড়ষ্টক রাজযোগ। যার প্রভাবে ভাগ্য বদলাবে বৃশ্চিক, মিথুন ও মীন রাশির জাতকদের।
 

Advertisement

POST A COMMENT
Advertisement