Lord Shiva Favourite Zodiacs: শিবের আশীর্বাদ পায় এই ৪ রাশি, আজীবন আগলে রাখেন মহাদেব

মনে করা হয়, শ্রাবণ মাস হল শিবের মাস। হিন্দু ধর্মে তাই শ্রাবণ মাস খুবই পবিত্র। জ্যোতিষ মতে, রাশিচক্রে এই ৪ রাশি ভগবান শিবের খুব প্রিয়। সারাজীবন সব বিপদ থেকে এই ৪ রাশির মানুষকে রক্ষা করেন স্বয়ং মহাদেব। জেনে নিন বিশদে...

Advertisement
শিবের আশীর্বাদ পায় এই ৪ রাশি, আজীবন আগলে রাখেন মহাদেবশিবের প্রিয় এই ৪ রাশি।
হাইলাইটস
  • মনে করা হয়, শ্রাবণ মাস হল শিবের মাস।
  • জ্যোতিষ মতে, রাশিচক্রে এই ৪ রাশি ভগবান শিবের খুব প্রিয়।
  • সব বিপদ থেকে এই ৪ রাশির মানুষকে রক্ষা করেন স্বয়ং মহাদেব।

মনে করা হয়, শ্রাবণ মাস হল শিবের মাস। হিন্দু ধর্মে তাই শ্রাবণ মাস খুবই পবিত্র। জ্যোতিষ মতে, রাশিচক্রে এই ৪ রাশি ভগবান শিবের খুব প্রিয়। সারাজীবন সব বিপদ থেকে এই ৪ রাশির মানুষকে রক্ষা করেন স্বয়ং মহাদেব। জেনে নিন বিশদে...

মেষ রাশি (Aries): 

ভগবান শিবের প্রিয় রাশি হল মেষ। ভোলেনাথের কৃপায় এই রাশির জাতকরা উন্নতি করেন। সব বাধা কেটে যায়। সব ক্ষেত্রে সাফল্য লাভ করেন এঁরা। 

বৃশ্চিক রাশি (Scorpio): 

মহাদেবের আশীর্বাদ লাভ করেন বৃশ্চিক রাশির জাতকরা। এঁরা সব কঠিন পরিস্থিতি সামলে এগিয়ে যান। জীবনে সুখ-সাফল্য পান এই রাশির জাতকরা। 

মীন রাশি (Pisces):

শিবের অন্যতম প্রিয় রাশি হল মীন। মহাদেবের আশীর্বাদে এই রাশির জাতকদের জীবন সুখের হয়। সব বাধা কেটে যায়।

কুম্ভ রাশি (Aquarius):

ভগবান শিবের আশীর্বাদ লাভ করেন কুম্ভ রাশির জাতকরা। পরিশ্রম করলে এই রাশির জাতকরা সফল হন। কেরিয়ারে উন্নতি করেন এঁরা। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ১৩ জুলাই বক্রী হতে চলেছে শনি। যার প্রভাবে কপাল খুলবে বৃষ, কর্কট ও মীন রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ২৮ জুলাই কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল। এর প্রভাবে কপাল খুলবে মকর, বৃশ্চিক, সিংহ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ২০ জুলাই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে কেতু। আগামী বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত কেত ওই নক্ষত্রেই থাকবে। যার প্রভাবে লাভের মুখ দেখবেন বৃষ, বৃশ্চিক, মিথুন ও কুম্ভ রাশির জাতকরা। 

POST A COMMENT
Advertisement