জ্যোতিষ মতে, শনির কৃপায় ভাগ্য বদলাবে এই ৩ রাশির জাতকদের। শনিদেবের আশীর্বাদে কপাল খুলবে। চাকরি-ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। জেনে নিন বিশদে...
মেষ রাশি (Aries):
শনিদেবের কৃপায় ভাগ্য বদলাবে মেষ রাশির জাতকদের। কর্মক্ষেত্রে সফল হবেন। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য ভাল সময়।
বৃষ রাশি (Taurus):
উন্নতি হবে বৃষ রাশির জাতকদের। পরিবারে সুখ-সমৃদ্ধি বাড়বে। সব সমস্যার সমাধান হবে। কেরিয়ারে সাফল্যের যোগ রয়েছে।
কন্যা রাশি (Virgo):
লাভবান হবেন কন্যা রাশির জাতকরা। সব কাজে সাফল্য পাবেন। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। কোনও সুখবর পেতে পারেন। ব্যবসায় উন্নতি হবে।
অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ১৫ জুন মিথুন রাশিতে প্রবেশ করবে সূর্য। সেখানে আগে থেকেই রয়েছে বৃহস্পতি। তৈরি হবে শক্তিশালী গুরুআদিত্য রাজযোগ। এর ফলে লাভের মুখ দেখবেন বৃষ, সিংহ, কন্যা ও কুম্ভ রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী ১২ জুন মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে গুরু। প্রায় ২৭ দিন অস্তমিত অবস্থায় থাকবে। যার প্রভাবে লাভবান হবেন মেষ, বৃষ ও ধনু রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী জুন মাসে বুধের রাশি মিথুনে প্রবেশ করবে শুক্র। যার ফলে কপাল খুলবে মিথুন, তুলা এবং সিংহ রাশির জাতকদের।