Gajalakshmi Rajyog Horoscope: এদিক-ওদিক থেকে আসবে টাকা, গজলক্ষ্মী রাজযোগে ৩ রাশির সুখের জীবন

জ্যোতিষ মতে, আগামী ১৯ মে বৃষ রাশিতে প্রবেশ করবে শুক্র। ওই রাশিতে ইতিমধ্যেই রয়েছে বৃহস্পতি। ফলে দুই গ্রহের মিলনে তৈরি হবে গজলক্ষ্মী রাজযোগ। যার শুভ প্রভাবে মালামাল হবেন ৩ রাশির জাতকরা। জেনে নিন..

Advertisement
এদিক-ওদিক থেকে আসবে টাকা, গজলক্ষ্মী রাজযোগে ৩ রাশির সুখের জীবনভাগ্য খুলবে এই ৩ রাশির জাতকদের।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, আগামী ১৯ মে বৃষ রাশিতে প্রবেশ করবে শুক্র।
  • ওই রাশিতে ইতিমধ্যেই রয়েছে বৃহস্পতি।
  • ফলে দুই গ্রহের মিলনে তৈরি হবে গজলক্ষ্মী রাজযোগ।

জ্যোতিষ মতে, আগামী ১৯ মে বৃষ রাশিতে প্রবেশ করবে শুক্র। ওই রাশিতে ইতিমধ্যেই রয়েছে বৃহস্পতি। ফলে দুই গ্রহের মিলনে তৈরি হবে গজলক্ষ্মী রাজযোগ। যার শুভ প্রভাবে মালামাল হবেন ৩ রাশির জাতকরা। জেনে নিন..

সিংহ রাশি (Leo): 

গজলক্ষ্মী রাজযোগের শুভ প্রভাব পড়বে সিংহ রাশির জাতকদের জীবনে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। আয় বাড়বে। লাভবান হবেন ব্যবসায়ীরা। সমাজে সুনাম বাড়বে। 

ধনু রাশি (Sagittarius): 

দারুণ সময় আসছে ধনু রাশির জাতকদের। চাকরিতে উন্নতি হবে। কোনও সুখবর পেতে পারেন। অর্থলাভের সুযোগ রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে ভাল সময় কাটবে। 

মেষ রাশি (Aries): 
 ভাগ্যোদয় হবে মেষ রাশির জাতকদের। কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে। ব্যবসায় দারুণ উন্নতি হবে। দাম্পত্য জীবন মধুর হবে। দীর্ঘদিনের কোনও স্বপ্নপূরণ হতে পারে। 


অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী মাস, অর্থাৎ জুন মাসেই উদিত হবে বৃহস্পতি। গুরু গোচরের শুভ প্রভাব পড়বে বিভিন্ন রাশির জাতকদের জীবনে। বিশেষ করে উপকৃত হবেন বৃষ, সিংহ এবং কর্কট রাশির জাতকরা। আগামী ২৯ জুন কুম্ভ রাশিতে বক্রি হবে শনি। এই গ্রহের বক্রিতে কপাল খুলবে ৩ রাশির জাতকদের। অর্থলাভ যেমন হবে, তেমনই সব বাধা কেটে যাবে। রাজার হালে থাকবেন কুম্ভ, মেষ এবং মিথুন রাশির জাতকরা।জ্যোতিষ মতে, আগামী ১ জুন রাশি বদলাবে মঙ্গল। মঙ্গলের রাশি পরিবর্তনের প্রভাবে লাভবান হবেন মেষ, বৃষ এবং কর্কট রাশির জাতকরা। 

POST A COMMENT
Advertisement