June Guru Asta: জুন মাসে ৩ রাশির সুখের সময়, গুরু অস্তে ভাগ্য বদলাবে

জ্যোতিষ মতে, আগামী ১২ জুন মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে গুরু। প্রায় ২৭ দিন অস্তমিত অবস্থায় থাকবে। যার প্রভাবে লাভবান হবেন ৩ রাশির জাতকরা। জেনে নিন বিশদে...

Advertisement
জুন মাসে ৩ রাশির সুখের সময়, গুরু অস্তে ভাগ্য বদলাবেজুনে কপাল খুলবে ৩ রাশির।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, আগামী ১২ জুন মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে গুরু।
  • প্রায় ২৭ দিন অস্তমিত অবস্থায় থাকবে।
  • যার প্রভাবে লাভবান হবেন ৩ রাশির জাতকরা।

জ্যোতিষ মতে, আগামী ১২ জুন মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে গুরু। প্রায় ২৭ দিন অস্তমিত অবস্থায় থাকবে। যার প্রভাবে লাভবান হবেন ৩ রাশির জাতকরা। জেনে নিন বিশদে...

মেষ রাশি (Aries): 

ভাগ্য বদলাবে মেষ রাশির জাতকদের। ইতিবাচক শক্তির প্রবেশ ঘটবে। পরিবারে সুখ-সমৃদ্ধি বজায় থাকবে। কেরিয়ারে সাফল্যের যোগ রয়েছে। ব্যবসায়ীরা লাভবান হবেন। 

বৃষ রাশি (Taurus): 

জীবন বদলাবে বৃষ রাশির জাতকদের। আয় বাড়বে। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। ধনলাভের যোগ রয়েছে। পরিবারে সুখ-সমৃদ্ধি বাড়বে। 

ধনু রাশি (Sagittarius):

শুভ প্রভাব পড়বে ধনু রাশির জাতকদের। অর্থলাভের যোগ রয়েছে। চাকরিতে উন্নতি হবে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়। 

 
অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী জুন মাসে বুধের রাশি মিথুনে প্রবেশ করবে শুক্র। যার ফলে কপাল খুলবে মিথুন, তুলা এবং সিংহ রাশির জাতকদের। আগামী ১৫ জুন মিথুন রাশিতে প্রবেশ করবে সূর্য। যার ফলে কপাল খুলবে সিংহ, কন্যা ও তুলা রাশির জাতকদের।

POST A COMMENT
Advertisement