১০০ বছর পর দুর্লভ যোগ। শনির উপর নজর পড়তে চলেছে বৃহস্পতির। জ্যোতিষশাস্ত্র মতে, এই যোগের ফল দুর্দান্ত। এই শুভ এবং বিরল যোগের প্রভাব পড়বে একাধিক রাশির জীবনে। প্রচুর সাফল্য এবং সৌভাগ্য বহন করে আনবে এই যোগ।
বৈদিক জ্যোতিষ অনুসারে বৃহস্পতি ও শনি অত্যন্ত ক্ষমতাশালী দু'টি গ্রহ। এই দুই গ্রহের প্রভাবে প্রাভাবিত রাশির জাতকের জীবন বরাবরের মতো বদলে যেতে পারে। গত ১৮ অক্টোবর বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করেছে। এদিকে, মীন রাশিতে রয়েছে শনি। আর সেই শনির উপরই বৃহস্পতির দৈব দৃষ্টি পড়েছে।
কোন কোন রাশি লাভবান হবে?
বৃহস্পতি এবং শনির এই বিরল যোগের প্রভাবে ৪ রাশির জাতকরা বিপুল উন্নতি করবে।
মকর: শনিতে বৃহস্পতির দৃষ্টি পড়ায় দুর্দান্ত লাভ করতে চলেছেন মকর রাশির জাতকরা। মকর রাশির তৃতীয় ঘরে অবস্থান করছে শনি এবং সপ্তম ঘরে অবস্থান করছে বৃহস্পতি। এই সময়ে পরিশ্রমের সম্পূর্ণ সুফল লাভ করবেন। কর্মক্ষেত্রে যে কোনও সমস্যা কেটে যেতে পারে। কেরিয়ারে বড় উন্নতিরও সুযোগ মিলবে।
মিথুন: এই রাশির জাতকরা জীবনে উন্নতি করার নতুন সুযোগ পাবে। এই সময়ে নতুন প্রকল্পে হাত দিলে তা লাভজনক হবে। কর্মসবত্রে বিদেশ সফরে যাওয়ার সুযোগ আসতে পারে। উপার্জন এবং সামাজিক প্রতিপত্তি বাড়বে এদের।
কন্যা: কন্যা রাশির একাদশ ঘরে বৃহস্পতি এবং সপ্তম ঘরে অবস্থান করছে শনি। ১০০ বছর পর বৃহস্পতিতে শনির নজরের প্রভাবে উপার্জনে বড় উন্নতি হতে পারে। দীর্ঘদিনের কোনও ইচ্ছেপূরণ হতে পারে। নতুন সম্পত্তি কেনার জন্যও সময়টা উপযুক্ত এই রাশির জাতকদের কাছে।
কর্কট: শনির উপর বৃহস্পতির নজরের প্রভাবে কর্মক্ষেত্রে নজরকাড়া উন্নতি করবেন কর্কট রাশির জাতকরা। ব্যবসাতেও উল্লেখযোগ্য সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। আগের করা বিনিয়োগে লাভ পাওয়ার সম্ভাবনা থাকবে। সব কাজ সময়ের মধ্যে সম্পূর্ণ করার সুযোগ পাবেন এই রাশির জাতকরা।