Guru Gochar Zodiacs: গোচর করছে দেবগুরু, ৩ রাশির সুখ-সাফল্য উপচে পড়বে

জ্যোতিষ মতে, আগামী ১৪ মে মিথুন রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি। যার প্রভাবে ৩ রাশির জাতকদের কপাল খুলবে। সব ক্ষেত্রে সুখ-সাফল্য আসবে। জেনে নিন বিশদে...

Advertisement
গোচর করছে দেবগুরু, ৩ রাশির সুখ-সাফল্য উপচে পড়বেকপাল খুলবে ৩ রাশির।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, আগামী ১৪ মে মিথুন রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি।
  • যার প্রভাবে ৩ রাশির জাতকদের কপাল খুলবে।
  • সব ক্ষেত্রে সুখ-সাফল্য আসবে।

জ্যোতিষ মতে, আগামী ১৪ মে মিথুন রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি। যার প্রভাবে ৩ রাশির জাতকদের কপাল খুলবে। সব ক্ষেত্রে সুখ-সাফল্য আসবে। জেনে নিন বিশদে...

মেষ রাশি (Aries): 

ভাগ্য বদলাবে মেষ রাশির জাতকদের। কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে। ধনলাভ হবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। 

কর্কট রাশি (Cancer): 

ভাগ্যোদয় হবে কর্কট রাশির জাতকদের। ব্যবসায়ীরা সাফল্য পাবেন। চাকরিতে উন্নতির যোগ রয়েছে। সব সমস্যার সমাধান হবে। সমাজে সুনাম বাড়বে। 

বৃশ্চিক রাশি (Scorpio): 

লাভবান হবেন বৃশ্চিক রাশির জাতকরা। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। ব্যবসা লাভজনক হবে। দাম্পত্য সুখ বাড়বে। 


অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী জুন মাসে বুধের রাশি মিথুনে প্রবেশ করবে শুক্র। যার ফলে কপাল খুলবে মিথুন, তুলা এবং সিংহ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ১৫ জুন মিথুন রাশিতে প্রবেশ করবে সূর্য। যার ফলে কপাল খুলবে সিংহ, কন্যা ও তুলা রাশির জাতকদের।জ্যোতিষ মতে, মে মাসের শুরুতে বুধ ও বৃহস্পতি মিলে তৈরি করবে ত্রিএকাদশ যোগ। যার জেরে কপাল খুলবে বৃষ, মকর ও কর্কট রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ৭ জুন সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গল। ২৮ জুলাই পর্যন্ত ওখানেই থাকবে মঙ্গল। এই গোচরে শনি ও মঙ্গল মিলে তৈরি করবে ষড়ষ্টক রাজযোগ। যার প্রভাবে ভাগ্য বদলাবে বৃশ্চিক, মিথুন ও মীন রাশির জাতকদের।


 

POST A COMMENT
Advertisement