জ্যোতিষ মতে, মিথুন রাশিতে উদয় হবে বৃহস্পতির। যার প্রভাবে জুলাই মাসে ধনলক্ষ্মী রাজযোগ তৈরি হবে। এর ফলে কপাল খুলবে ৪ রাশির জাতকদের। জেনে নিন বিশদে...
মেষ রাশি (Aries):
ভাগ্য বদলাবে মেষ রাশির জাতকদের।কর্মক্ষেত্রে পদোন্নতিক যোগ রয়েছে। আয় বাড়বে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। বিনিয়োগের জন্য ভাল সময়।
কর্কট রাশি (Cancer):
কর্কট রাশির জাতকদের জন্য ভাল সময়। চাকরিতে লাভবান হবেন। পদোন্নতি হতে পারে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়। সব কাজে সাফল্য আসবে।
কন্যা রাশি (Virgo):
ভাগ্য বদলাবে কন্যা রাশির জাতকদের। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। চাকরিতে সাফল্য আসবে। বিনিয়োগের জন্য ভাল সময়। স্বাস্থ্য ভাল থাকবে।
তুলা রাশি (Libra):
কপাল খুলবে তুলা রাশির জাতকদের। পরিবারে সুখ-সমৃদ্ধি বজায় থাকবে। আয় বাড়বে। কেরিয়ারে পদোন্নতি হতে পারে। ব্যবসা লাভজনক হবে।
অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ১২ জুন মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে গুরু। প্রায় ২৭ দিন অস্তমিত অবস্থায় থাকবে। যার প্রভাবে লাভবান হবেন মেষ, বৃষ ও ধনু রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী জুন মাসে বুধের রাশি মিথুনে প্রবেশ করবে শুক্র। যার ফলে কপাল খুলবে মিথুন, তুলা এবং সিংহ রাশির জাতকদের।