লক্ষ্মীপুজোর পরেই শুরু হতে চলেছে এই শুভ সময়। দেখে নেওয়া যাক, কোন রাশির জাতকদের জন্য আসছে উন্নতির ইঙ্গিত, আর কারা থাকবেন সাবধানে।
ভাগ্য ফিরবে যাঁদের
বৃষ (Taurus)
অনেকদিন ধরে পরিশ্রম করেও যাঁরা ফল পাচ্ছিলেন না, তাঁদের জীবনে এবার খুলে যেতে পারে সাফল্যের দরজা। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। বিদেশে কাজের সুযোগ বা উচ্চশিক্ষার সম্ভাবনাও উজ্জ্বল। পিতৃপক্ষ থেকে আর্থিক বা মানসিক সাহায্য মিলতে পারে।
কর্কট (Cancer)
বৃহস্পতি নিজের উচ্চস্থানে এসে এই রাশির জাতকদের জন্য তৈরি করবেন রাজযোগ। ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে এক লাফে। চাকরি, ব্যবসা, সম্পত্তি— সব দিক থেকেই উন্নতির ইঙ্গিত। বহুদিন যাঁরা মানসিক চাপে ছিলেন, তাঁরাও পেতে পারেন স্বস্তির নিঃশ্বাস।
বৃশ্চিক (Scorpio)
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে। কাঙ্ক্ষিত চাকরি, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য বা পুরনো কোনও আইনি জটিলতায় জয়— সবই সম্ভব এই সময়ে। পারিবারিক দিক থেকেও আসতে পারে খুশির খবর। পুজোর পরেই আসতে পারে অর্থলাভের বড় সুযোগ।
মীন (Pisces)
এই রাশির জাতকদের জন্য বৃহস্পতি সবসময়েই শুভ। এবার তাঁর কর্কটে গমন আরও বাড়াবে শুভফল। প্রেম, বিবাহ বা নতুন সম্পর্কে শুরু— সবক্ষেত্রেই অনুকূল সময়। শিল্প, সাহিত্য বা সৃজনশীল পেশার সঙ্গে যুক্তদের জন্যও এটা এক স্বর্ণযোগ।
মেষ, সিংহ ও কুম্ভ রাশি
এই তিন রাশির জাতকদের জন্য বৃহস্পতির এই গতি কিছুটা চ্যালেঞ্জের হতে পারে। মানসিক অস্থিরতা বাড়তে পারে, অপ্রয়োজনীয় খরচও হতে পারে বেশি। তবে ধৈর্য ও সংযম বজায় রাখতে পারলে বড় সমস্যার মুখে পড়তে হবে না।