আগামী ২৬ মে সোমবার ফলহারিণী কালীপুজো। জ্যৈষ্ঠ অমাবস্যায় ফলহারিণী কালীপুজো করা হয়। জ্যোতিষ মতে, এই দিনটি খুবই শুভ। ভাগ্য বদলাবে ৪ রাশির জাতকদের...
বৃষ রাশি (Taurus):
ভাগ্য বদলবে বৃষ রাশির জাতকদের। অর্থলাভের যোগ রয়েছে। রোগজ্বালা সব সেরে যাবে। ব্যবসায় উন্নতি হবে।
মিথুন রাশি (Gemini):
কপাল খুলবে মিথুন রাশির জাতকদের। ধনলাভ হবে। কোনও সুখবর পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে ভাল সময় কাটবে।
মকর রাশি (Capricorn):
মকর রাশির জাতকদের জন্য ভাল সময়। কেরিয়ারে সাফল্য পাবেন। সমাজে সুনাম বাড়বে। দাম্পত্য সুখ বাড়বে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে।
তুলা রাশি (Libra):
জীবন বদলাবে তুলা রাশির জাতকদের। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। স্বাস্থ্যের উন্নতি হবে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়।
অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী জুন মাসে বুধের রাশি মিথুনে প্রবেশ করবে শুক্র। যার ফলে কপাল খুলবে মিথুন, তুলা এবং সিংহ রাশির জাতকদের। আগামী ১৫ জুন মিথুন রাশিতে প্রবেশ করবে সূর্য। যার ফলে কপাল খুলবে সিংহ, কন্যা ও তুলা রাশির জাতকদের।আগামী ৭ জুন সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গল। ২৮ জুলাই পর্যন্ত ওখানেই থাকবে মঙ্গল। এই গোচরে শনি ও মঙ্গল মিলে তৈরি করবে ষড়ষ্টক রাজযোগ। যার প্রভাবে ভাগ্য বদলাবে বৃশ্চিক, মিথুন ও মীন রাশির জাতকদের।