Kendra Trikon Rajyog 2025 Rashifal: জ্যোতিষ মতে, শুক্র গ্রহ জুন মাসে কেন্দ্রে ও ত্রিকোণে গিয়ে বিশেষ রাজযোগ তৈরি করবে। এই অবস্থান অত্যন্ত শুভ, যা তিনটি রাশির জীবনে নিয়ে আসবে সাফল্য, প্রেম, চাকরি ও অর্থে নতুন মোড়। শুক্র হল সম্পদ, সৌন্দর্য ও প্রেমের প্রতীক। তার অবস্থান বদলে গেলে কয়েকটি রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন আসে। চলুন দেখে নিই কোন রাশির জন্য শুভ হতে চলেছে এই সময়।
জুনে শুক্র গ্রহের বিশেষ অবস্থান খুলে দিচ্ছে ভাগ্যের দরজা। কেন্দ্র ত্রিকোণ রাজযোগে প্রেম, পেশা ও সম্পদে দুর্দান্ত সাফল্য পেতে চলেছেন এই তিন রাশির জাতকরা।
বৃষ রাশি:
এই রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ সময়। ব্যবসা, কর্মক্ষেত্রে অগ্রগতি ও সম্মান বাড়বে। বিলাসিতায় কাটবে সময়। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে।
সিংহ রাশি:
রাজযোগের প্রভাবে সিংহ রাশির জাতকরা নতুন চাকরি, বেতন বৃদ্ধি ও বিদেশের সঙ্গে যুক্ত ব্যবসায় সাফল্য পাবেন। জমি কেনার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য ও পারিবারিক সম্পর্কেও সুখের আবহ তৈরি হবে।
কন্যা রাশি:
ভাগ্যের দরজা খুলে যাবে। চাকরি খুঁজছেন যারা, তারা পাবেন সুযোগ। নতুন সম্পত্তি, বিদেশ ভ্রমণ ও প্রেমের সম্পর্কের জন্য শুভ সময়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় মিলবে সাফল্য।