
ketu Gochar Rashifal: আজ রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, নিজের অবস্থান বদলে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের দ্বিতীয় পদে প্রবেশ করছে কেতু। আগামী ২৯ মার্চ পর্যন্ত এই অবস্থানেই থাকবে ছায়াগ্রহটি। জ্যোতিষশাস্ত্র মতে, এই সময় কেতুর প্রভাব থাকবে তুলনামূলক ভাবে ভারসাম্যপূর্ণ ও ইতিবাচক। ফলে বেশ কয়েকটি রাশির জাতকদের জীবনে আসতে পারে নতুন সুযোগ, চিন্তাভাবনায় পরিবর্তন এবং ভাগ্যের মোড় ঘোরানো পরিস্থিতি।
এই গোচরের সবচেয়ে বেশি সুফল পেতে পারেন ৩টি রাশির জাতক-জাতিকারা। দেখে নেওয়া যাক, কারা রয়েছেন সেই তালিকায়।
মেষ রাশি
কেতুর এই নক্ষত্র পরিবর্তন মেষ রাশির জাতকদের জন্য শুভ বার্তা নিয়ে আসছে। কর্মক্ষেত্র ও ব্যবসায় নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আবার গতি পাবে। পড়াশোনা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের যোগ রয়েছে। যাঁরা কর্মহীন, তাঁদের জন্য চাকরির সুযোগ আসতে পারে হঠাৎ করেই।
কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের আর্থিক অবস্থার উন্নতির ইঙ্গিত দিচ্ছে এই গোচর। মানসিক চাপ অনেকটাই কমবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসা বা স্বীকৃতি মিলতে পারে। ধর্ম, আধ্যাত্মিকতা, বিজ্ঞান কিংবা শিল্পকলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি বিশেষভাবে শুভ। তাঁদের কাজ বৃহত্তর পরিসরে স্বীকৃতি পেতে পারে।
ধনু রাশি
ধনু রাশির জাতকদের আত্মবিশ্বাস বাড়াবে কেতুর এই অবস্থান পরিবর্তন। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক ফল মিলবে। সমাজে মান-সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। এই সময় বড় কোনও সাফল্য অর্জনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।