কেতুর নক্ষত্র বদল ২০২৬ সালের শুরুর সময়টা জ্যোতিষের দৃষ্টিকোণ থেকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আসলে জানুয়ারির শেষে কেতু নিজের নক্ষত্র বদল করতে চলেছে। যার ফলে কিছু রাশির জীবনে আসবে ভাল সময়।
আসলে জ্যোতিষ মতে, কেতু হল এমন একটি গ্রহ, যেটি জীবনে বড় বদল আনতে পারে। কিছু ক্ষেত্রে এর প্রভাবে হঠাৎই বড় কোনও সুযোগ চলে আসে। এমনকী অপ্রত্যাশিত পরিণামও পাওয়া যায়। তাই কেতুকে খুবই গুরুত্ব দেওয়া হয় জ্যোতিষে।
আর সবথেকে বড় কথা, সেই কেতুই এখন নিজের চাল বদলাবে। যার ফলে কিছু রাশির জীবনে আসবে ভাল সময়। এই সময় কেরিয়ারে হবে উন্নতি। পাশাপাশি অর্থনৈতিক সমস্যা দূর হবে। এমনকী মানসিক অবস্থারও হবে পরিবর্তন।
যদিও সবাই এই নক্ষত্র পরিবর্তনের ভাল ফল পাবেন না। বরং ৩ রাশির জীবনেই দারুণ সময় আসবে।
২০২৬ কেতু গোচর কেন গুরুত্বপূর্ণ?
বৈদিক জ্যোতিষ মতে, কেতু হল একটি ছায়া গ্রহ। এটির চাল উল্টো। তাই হঠাৎই এর প্রভাব দেখা যায় জীবনে। আর ২৫ জানুয়ারি ২০২৬ কেতু নিজের নক্ষত্র বদল করতে চলেছে। যার ফলে ৩ রাশি পাবে ভাল ফল। তাই আর সময় নষ্ট না করে সেই সব রাশি সম্পর্কে জেনে নিন।
মেষ রাশি
কেতুর নক্ষত্র পরিবর্তনে দারুণ কাটবে মেষ রাশির। আপনাদের কাজকর্মে উন্নতি হবে। পাশাপাশি দায়িত্ব বাড়তে পারে। শুধু তাই নয়, ঘর-সংসারে স্বাভাবিক অবস্থা ফিরবে। পাশাপাশি অর্থনৈতিক হালও ভাল হবে। মন হবে শান্ত।
যাঁরা পড়াশোনার সঙ্গে যুক্ত, তাঁরাও এই সময় এগিয়ে যাবেন। পরীক্ষায় ভাল ফল হতে পারে।
কন্যা রাশি
কেতুর দয়ায় হাতে টাকা আসবে কন্যা রাশির। এমনকী অন্যান্য সম্পদও পেতে পারেন। আগে কোনও বিনিয়োগ করে থাকলে এই সময় তার রিটার্ন পাবেন। আপনার মন থাকবে শান্ত। পাশাপাশি স্বাস্থ্যের হালও ফিরবে। এই সময় আপনারা নিজেকে আরও ভালভাবে বুঝতে পারবেন। যাঁরা লেখাপড়ার কাজের সঙ্গে যুক্ত, তাঁরাও এগিয়ে যাবেন এই সময়।
ধনু রাশি
এই সময় ধনু রাশির জাতকদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। সহজেই নিতে পারবেন সিদ্ধান্ত। পাশাপাশি যেই কাজ অনেকটা সময় ধরে আটকে ছিল, সেটাও হয়ে যাবে। কার্যক্ষেত্রেও সুনাম বৃদ্ধি পাবে। আপনার প্রমোশনও হতে পারে।
সংসার জীবনও এই সময় ঠিকঠাক থাকবে। সম্পর্কে বাড়বে ভালবাসা। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফকে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।