Ketu Gochar Astrology: ভয়ঙ্কর বিপদ ৩ রাশির, কেতুর গোচরে চরম সমস্যা

জ্যোতিষ মতে, আগামী ১৮ মে সিংহ রাশিতে প্রবেশ করবে কেতু। যার জেরে সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা। কোন রাশির জাতকরা সাবধান হবেন, জেনে নিন বিশদে...

Advertisement
ভয়ঙ্কর বিপদ ৩ রাশির, কেতুর গোচরে চরম সমস্যাসমস্যায় পড়বে ৩ রাশির জাতকরা।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, আগামী ১৮ মে সিংহ রাশিতে প্রবেশ করবে কেতু।
  • যার জেরে সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা।
  • কোন রাশির জাতকরা সাবধান হবেন, জেনে নিন বিশদে...

জ্যোতিষ মতে, আগামী ১৮ মে সিংহ রাশিতে প্রবেশ করবে কেতু। যার জেরে সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা। কোন রাশির জাতকরা সাবধান হবেন, জেনে নিন বিশদে...

মেষ রাশি (Aries): 

কেতুর গোচরে মেষ রাশির জাতকরা বিপাকে পড়তে পারেন। মানসিক চাপ বাড়বে। আর্থিক সঙ্কট তৈরি হতে পারে। খরচের বিষয়ে সতর্ক থাকতে হবে। 

ধনু রাশি (Sagittarius):

পারিবারিক কলহের মুখে পড়তে পারেন ধনু রাশির জাতকরা। সম্পত্তি কেনাবেচার জন্য ভাল সময় নয়। স্বাস্থ্যের যত্ন নিন। 

কুম্ভ রাশি (Aquarius):

ভাল সময় নয় কুম্ভ রাশির জাতকদের। চাকরিতে পরিবর্তন করার আগে দু'বার ভাবুন। কোনও সিদ্ধান্ত নিলে ভেবেচিন্তে নেবেন। বিনিয়োগ এখন করবেন না। 


অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী জুন মাসে বুধের রাশি মিথুনে প্রবেশ করবে শুক্র। যার ফলে কপাল খুলবে মিথুন, তুলা এবং সিংহ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ১৫ জুন মিথুন রাশিতে প্রবেশ করবে সূর্য। যার ফলে কপাল খুলবে সিংহ, কন্যা ও তুলা রাশির জাতকদের।জ্যোতিষ মতে, মে মাসের শুরুতে বুধ ও বৃহস্পতি মিলে তৈরি করবে ত্রিএকাদশ যোগ। যার জেরে কপাল খুলবে বৃষ, মকর ও কর্কট রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ৭ জুন সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গল। ২৮ জুলাই পর্যন্ত ওখানেই থাকবে মঙ্গল। এই গোচরে শনি ও মঙ্গল মিলে তৈরি করবে ষড়ষ্টক রাজযোগ। যার প্রভাবে ভাগ্য বদলাবে বৃশ্চিক, মিথুন ও মীন রাশির জাতকদের।
 

POST A COMMENT
Advertisement