Kojagori Purnima Lucky Zodiac Signs: লক্ষ্মীপুজোয় ত্রিযোগ, ৪ রাশির কপাল খুলে দিলেন বিষ্ণুপত্নী

এ দিন নিয়ম মেনে পুজো করলে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকে। এর পাশাপাশি পূর্ণিমায় তৈরি হয়েছে বুধাদিত্য রাজ যোগও। সর্বার্থসিদ্ধি যোগও পূর্ণিমায় তৈরি হয়েছে। যা কেনাকাটা এবং শুভ কাজের জন্য উত্তম বলে বিবেচিত হয়। গজকেশরী, বুধাদিত্য এবং সর্বার্থসিদ্ধি যোগ ৪ রাশির জন্য খুব উপকারী হতে চলেছে। চন্দ্র ও বৃহস্পতি মীন রাশিতে তৈরি করেছে গজকেশরী যোগ।  

Advertisement
লক্ষ্মীপুজোয় ত্রিযোগ, ৪ রাশির কপাল খুলে দিলেন বিষ্ণুপত্নীলক্ষ্মীপুজোর রাশিফল।
হাইলাইটস
  • গজকেশরী, বুধাদিত্য এবং সর্বার্থসিদ্ধি যোগ ৪ রাশির জন্য খুব উপকারী হতে চলেছে।
  • চন্দ্র ও বৃহস্পতি মীন রাশিতে তৈরি করেছে গজকেশরী যোগ।  

আশ্বিন মাসের শুক্লপক্ষে শরৎ পূর্ণিমায় দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়। রবিবার বাঙালির ঘরে ঘরে দেবী বন্দনা। সনাতন ধর্মের অন্যতম প্রধান উৎসব। এ দিন আকাশে চাঁদের পূর্ণ রূপ দেখা যায়। পূর্ণিমার দিনে মা লক্ষ্মীকে প্রসন্ন করলে সব ইচ্ছা পূরণ হয়।  পৌরাণিক বিশ্বাস অনুসারে, পূর্ণিমার দিনে সমুদ্র মন্থন থেকে দেবী লক্ষ্মীর জন্ম হয়েছিল। তাই এই দিনে ধন-সম্পদের দেবী লক্ষ্মী পৃথিবীতে আসেন। এবং ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন। এ বার লক্ষ্মীপুজোয় তৈরি হয়েছে গজকেশরী যোগ। 

শাস্ত্রে গজকেশরী যোগকে শুভ বলে মনে করা হয়। এ দিন নিয়ম মেনে পুজো করলে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকে। এর পাশাপাশি পূর্ণিমায় তৈরি হয়েছে বুধাদিত্য রাজ যোগও। সর্বার্থসিদ্ধি যোগও পূর্ণিমায় তৈরি হয়েছে। যা কেনাকাটা এবং শুভ কাজের জন্য উত্তম বলে বিবেচিত হয়। গজকেশরী, বুধাদিত্য এবং সর্বার্থসিদ্ধি যোগ ৪ রাশির জন্য খুব উপকারী হতে চলেছে। চন্দ্র ও বৃহস্পতি মীন রাশিতে তৈরি করেছে গজকেশরী যোগ।  

মিথুন- মিথুন রাশির জাতক-জাতিকাদের আটকে থাকা কাজ শেষ হবে। অর্থ লাভ হবে তাঁদের। পারিবারিক সমস্যার সমাধান হবে। পাবেন ভাগ্যের সঙ্গ। চাকরিতে উন্নতির যোগ। ব্যবসায় লাভ বাড়বে। পরিবারে থাকবে সুখ-শান্তি। খাদ্যসামগ্রী দান করতে পারেন। 

কন্যা- কন্যা রাশির জাতক-জাতিকাদের মানসিক দুশ্চিন্তা কমবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ক্রমবর্ধমান দায়িত্বের বোঝা যা আপনি অনুভব করছেন তা কমতে পারে। চাকরি ও ব্যবসায় ব্যবসায় উন্নতির যোগ।  ব্যবসায় বন্ধুর সাহায্য পাবেন। আয় বাড়বে। গরিবকে টাকা দান করুন।

বৃশ্চিক- বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা কাজে সাফল্য পাবেন। শিক্ষা সংক্রান্ত কাজে লাভবান হবেন। বিয়ের ব্যাপারে দেরি করবেন না। দাম্পত্য জীবনে আসবে সুখ। ভাই-বোনের সহযোগিতা পাবেন। পঠন-পাঠনে মন বসবে।
খাদ্য সামগ্রী দান করা আপনার জন্য শুভ হতে পারে। শুভ রং সাদা।

মীন- মীন রাশির জাতক-জাতিকাদের অর্থ লাভের যোগ। মন থাকবে প্রসন্ন। চাকরিতে উন্নতি। আয় বাড়বে। বন্ধুর সাহায্য পাবেন। আটকে থাকা কাজ শেষ হবে। পাওনা টাকা উদ্ধার করা যাবে। শত্রু ও প্রতিপক্ষ পরাজিত হবে।  গরিবকে টাকা দান করুন। আপনার শুভ রং কমলা।

Advertisement

আরও পড়ুন- ঘরের এই জায়গায় রাখুন লক্ষ্মীর ছবি বা মূর্তি, কাজে বাধা পড়বে না

POST A COMMENT
Advertisement