Kuber Lucky Zodiacs: সুখ-ধন উপচে পড়ে, কুবেরের কৃপায় বিরাট প্রাপ্তি এই রাশিদের

জ্যোতিষ মতে, কুবের দেবের গুরুত্ব অনেক। কুবেরের কৃপা থাকলে কখনও টাকার অভাব হয় না। কুবেরের আশীর্বাদে সর্বদা ভাগ্যবান হন এই ৩ রাশির জাতকরা। জেনে নিন বিশদে...

Advertisement
সুখ-ধন উপচে পড়ে, কুবেরের কৃপায় বিরাট প্রাপ্তি এই রাশিদেরকুবেরের কৃপায় কপাল খোলে এই রাশিদের।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, কুবের দেবের গুরুত্ব অনেক।
  • কুবেরের কৃপা থাকলে কখনও টাকার অভাব হয় না।
  • কুবেরের আশীর্বাদে সর্বদা ভাগ্যবান হন এই ৩ রাশির জাতকরা।

জ্যোতিষ মতে, কুবের দেবের গুরুত্ব অনেক। কুবেরের কৃপা থাকলে কখনও টাকার অভাব হয় না। কুবেরের আশীর্বাদে সর্বদা ভাগ্যবান হন এই ৩ রাশির জাতকরা। জেনে নিন বিশদে...

বৃষ রাশি (Taurus): 

কুবেরের আশীর্বাদে কপাল খোলে বৃষ রাশির জাতকদের। অর্থলাভ হয় এই রাশির জাতকদের। কখনও অর্থাভাব হয় না। এঁদের অঢেল ধনসম্পত্তি হয়। 

ধনু রাশি (Sagittarius):

কুবেরের অন্যতম কাছের রাশি হল ধনু। এই রাশির জাতকরা ধনসম্পদ লাভ করে থাকেন। এই রাশির জাতকদের হাতে টাকা থাকে। খুব একটা খরচ হয় না। এই রাশির জাতকরা সর্বদা ভাগ্যবান হন। 

তুলা রাশি (Libra): 
 
কুবেরের অন্যতম প্রিয় রাশি হল তুলা। কুবের দেবের কৃপায় তুলা রাশির জাতকরা ধনলাভ করে থাকেন। কখনও টাকা-পয়সার অভাব হয় না। এই রাশির জাতকদের দাম্পত্য জীবন সুখের হয়। 


অন্য দিকে, আগামী ১২ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা। জ্যোতিষ মতে, এই দিনটি খুবই শুভ। কপাল খুলবে মেষ, কর্কট ও মীন রাশির জাতকদের। আগামী ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। জ্যোতিষ মতে, এই দিনটি খুবই পবিত্র। এর পরের দিন ২৭ ফেব্রুয়ারি মীনে প্রবেশ করবে বুধ। ওই দিন অস্ত যাবে শনি। যার ফলে ভাগ্য বদলাবে কুম্ভ, মিথুন ও বৃষ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ১১ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবে বুধ। তারপরে ২৭ ফেব্রুয়ারি মীন রাশিতে প্রবেশ করবে। বুধের এই জোড়া রাশি পরিবর্তনে কপাল খুলবে মেষ, বৃষ ও মিথুন রাশির জাতকদের।
 

POST A COMMENT
Advertisement