যেভাবে মা লক্ষ্মীকে অর্থ-সম্পদের দেবী বলা হয়ে থাকে, তেমনি কুবের দেবও সুখ-সম্পদের দেবতা। কুবের দেবের কৃপা থাকলে জাতকদের জীবনে কখনও অর্থের কমতি হয় না। ধনতেরসের সময় কুবের দেবের আরাধনা করা হয়, যাতে সংসারে অর্থের অভাব না হয়। ১২টি রাশির মধ্যে কুবের দেবের প্রিয় কয়েকটি রাশি রয়েছেন। এঁরা ভাগ্যবান হওয়ার পাশাপাশি এঁদের আর্থিক দিকও মজবুত হয়। আসুন জেনে নিই সেই রাশি কারা।
বৃষ রাশি
বৃষ রাশির স্বামী শুক্র, যাকে ধন-বৈভব, বিলাসিতা ও যশের কারক। এই মানুষদের ওপর কুবের দেবের বিশেষ কৃপা থাকে। এঁরা বিলাসিতাময় জীবন কাটান। এঁদের কখনও অর্থের কমতি হয় না।
তুলা রাশি
তুলা রাশির অধিপতি শুক্র। এই রাশির জাতকদের ওপর মা লক্ষ্মী ও কুবের দেবের বিশেষ কৃপা থাকে। এরই সঙ্গে এই জাতকেরা পরিশ্রমী, সুন্দর ব্যবহার ও বুদ্ধিমান হয়ে থাকেন। এই সব গুণের কারণে জীবনে খুব সফলতা ও ধনী হন তাঁরা।
কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের অধিপতি চন্দ্রমা। এই রাশির জাতকদের বুদ্ধি তীক্ষ্ণ হয় ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দারুণ থাকে। এরই সঙ্গে এঁরা অন্যদের সাহায্য করার জন্য সর্বদা মুখিয়ে থাকেন। এঁরা অর্থ সঞ্চয় করতে সফল হন। এঁরা ধনী হন।
ধনু রাশি
ধনু রাশির অধিপতি স্বামী দেবগুরু বৃহস্পতি, যাঁকে সুখ-সৌভাগ্য, সমৃদ্ধির দাতা বলে মনে করা হয়। এঁরা জন্মগতভাবে ধনী হয়ে থাকেন। কুবের দেবের কৃপায় এঁদের সৌভাগ্য তরতরিয়ে ওপরে ওঠে। এঁরা অর্থের পাশাপাশি যশ-ঐশ্বর্য সহজেই পান।