Kuber Dev Favorite Zodiac: কুবের দেবের প্রিয় ৪ রাশি, এঁদের বড়লোক হওয়া পাকা

Kuber Dev Favorite Zodiac: বৈদিক জ্যোতিষ অনুসারে মা লক্ষ্মীর পাশাপাশি কুবের দেবকেও অর্থ ও সম্পদের দেবতা হিসাবে মানা হয়ে থাকে। কুবের দেবের পুজো করলে ভক্তের অর্থ-সম্পদের কমতি হয় না। জ্যোতিষ মতে, প্রত্যেক রাশির কোনও না কোনও স্বামী থাকে।

Advertisement
কুবের দেবের প্রিয় ৪ রাশি, এঁদের বড়লোক হওয়া পাকাকুবের দেবের প্রিয় রাশি
হাইলাইটস
  • বৈদিক জ্যোতিষ অনুসারে মা লক্ষ্মীর পাশাপাশি কুবের দেবকেও অর্থ ও সম্পদের দেবতা হিসাবে মানা হয়ে থাকে।

বৈদিক জ্যোতিষ অনুসারে মা লক্ষ্মীর পাশাপাশি কুবের দেবকেও অর্থ ও সম্পদের দেবতা হিসাবে মানা হয়ে থাকে। কুবের দেবের পুজো করলে ভক্তের অর্থ-সম্পদের কমতি হয় না। জ্যোতিষ মতে, প্রত্যেক রাশির কোনও না কোনও স্বামী থাকে। গ্রহের পাশাপাশি রাশিদের ওপর বিভিন্ন দেব-দেবীর প্রভাব থাকে। সেরকমই ধন-সম্পদের দেবতা কুবেরও ৪ রাশিকে ভীষণ পছন্দ করেন। এঁদের ওপর বিশেষ কৃপা থাকে এই দেবতার। আসুন জেনে নিন সেই রাশিগুলো কারা।   

বৃষ রাশি
বৃষ রাশির ওপর কুবের দেবতার কৃপা থাকে। যার ফলে তারা ভৌতিক সুখ প্রাপ্তি করে। পরিবারের সব প্রয়োজনীয়তা মিটিয়ে ফেলে এই রাশির জাতকেরা। বৃষ রাশির অধিপতি শুক্র গ্রহ। যিনি এই রাশির জাতকদের সব ধরনের সুবিধা, সুখ, বিলাসিতা দিয়ে থাকে।

তুলা রাশি
কুবেরের কৃপায় এই রাশির জাতকেরা যে কাজ করবে বলে মনে করে সেটা করেই দম নেয়। এই রাশির অধিপতিও শুক্র। আর শুক্র ও কুবেরের কৃপায় এদের মালামাল হতে বেশি সময় লাগে না। কুবের দেব তুলা রাশির ওপর সবসময় তাঁর কৃপাদৃষ্টি দিয়ে থাকে। 

কর্কট রাশি
দেবতাদের কোষাধক্ষ্য কুবের দেবের কৃপা বরাবরই থাকে এই রাশির ওপরে। জ্যোতিষ শাস্ত্রে, এই রাশির জাতকেরা নিজের বুদ্ধি ও পরিশ্রমের জেরে অর্থলাভ করতে সফল হয়। আর্থিক দিক থেকে ও কেরিয়ারে এই রাশির কোনও সমস্যা থাকে না। 

বৃশ্চিক রাশি
যে কোনও কাজ নিয়ে বৃশ্চিক রাশির জাতকেরা প্যাশনেট হন। নিজের কর্ম দক্ষতার কারণে এরা যে কোনও পরিস্থিতিকে অনুকূল করতে সফল হন। কুবের দেব কখনও এদের অর্থের অভাবে রাখে না। এদের পকেট সব সময় ভারী থাকে। 

কুবের দেবকে প্রসন্ন
কুবের দেবকে প্রসন্ন করতে হলে সোনা, রূপো বা পঞ্চলোহার মধ্যে কোনও একটি ধাতুতে কুবের যন্ত্র খোদাই করে নিন বা কুবের যন্ত্র কিনে আনুন। এরপর নিয়ম মেনে স্থাপনা করে রোজ পুজো করলে কুবের দেব প্রসন্ন হন।   

Advertisement

POST A COMMENT
Advertisement