scorecardresearch
 

Lakshmi Narayan Rajyog Horoscope: মে মাসের মধ্যেই ভাগ্য বদল, লক্ষ্মী-নারায়ণ যোগে ৩ রাশির অর্থবৃদ্ধি

Lakshmi Narayan Rajyog: এক বছর পর বৃষ রাশিতে তৈরি হবে 'লক্ষ্মী নারায়ণযোগ’। এই সময়ে আর্থিক দিকে লাভ হবে কিছু রাশির জাতক জাতিকাদের, কাদের ভাগ্যের দ্বার খুলবে, জানুন।

Advertisement
মে মাসের মধ্যেই ভাগ্য বদল, লক্ষ্মী-নারায়ণ যোগে ৩ রাশির অর্থবৃদ্ধি মে মাসের মধ্যেই ভাগ্য বদল, লক্ষ্মী-নারায়ণ যোগে ৩ রাশির অর্থবৃদ্ধি
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, আগামী ৩১ মে বৃষ রাশিতে প্রবেশ করছে বুধ।
  • ওই রাশিতে আগে থেকেই রয়েছে শুক্র।
  • এর ফলেই তৈরি হবে লক্ষ্মী-নারায়ণ যোগ।

জ্যোতিষ শাস্ত্রে বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। বুধের কৃপা থাকলে পার্থিব সুখ লাভ হয়। জ্যোতিষমতে, আগামী ৩১ মে বৃষ রাশিতে প্রবেশ করছে বুধ। ওই রাশিতে আগে থেকেই রয়েছে শুক্র। ফলে বুধ এবং শুক্রের মিলন হবে। এর ফলেই তৈরি হবে লক্ষ্মী-নারায়ণ যোগ। এই গ্রহ দুপুর ১২ টা ২ মিনিটে বুধ গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করবে।এই বিশেষ যোগের শুভ প্রভাব পড়বে ৩ রাশির জাতকদের জীবনে বিশেষ লাভ ও সুসময় নিয়ে আসবে। যাতে ফুলে-ফেঁপে উঠবে ৩  রাশি।

এক বছর পর ফের বৃষ রাশিতে বুধ-শুক্রের যোগে তৈরি হবে 'লক্ষ্মী নারায়ণযোগ’। এই সময়ে আর্থিক দিকে লাভ হবে কিছু রাশির জাতক জাতিকাদের, কাদের ভাগ্যের দ্বার খুলবে, জানুন।
মেষ রাশি লক্ষ্মীনারায়ণ যোগের শুভ প্রভাব পড়বে মেষ রাশির জাতক জাতিকাদের ওপর। পরিবেশ অনুকূলে থাকবে। এসময় সমাজে আপনার সম্মান বাড়তে থাকবে। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। আপনি আপনার কঠোর পরিশ্রম ও প্রচেষ্টার সম্পূর্ণ ফল পাবেন। চাকরিজীবীরা আয়ের বাড়তি উৎস খুঁজে পাবেন। তাছাড়া যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হতে পারে। এসময় আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে। মানসিক চাপ কমবে। কন্যা রাশি শুভ যোগের প্রভাবে কন্যা রাশির ব্যক্তিদের খুব সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। যারা নতুন চাকরি করছেন তাদের জন্য খুব শুভ সময়। বেতন ক্রমশ বাড়তে থাকবে। এসময় পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। মানসিক চাপ কমবে। কোনো গুরুত্বপূর্ণ কাজে কোনও বাধা দূর হলে আর্থিক লাভ হবে। আপনার শরীর সুস্থ থাকবে। দাম্পত্য জীবনে সুখী হবেন আপনি। আপনি যদি একজন কর্মজীবী ব্যক্তি হন, তবে আপনার কর্মক্ষেত্রে সবার সঙ্গে ভালোভাবে সম্পর্ক রাখবেন। বাড়ি, গাড়ির কেনার সম্ভাবনা রয়েছে। জীবনে আপনি খুব সুখী হবেন। এসময় যারা নয়া চাকরির চেষ্টা করছেন করতে পারেন। পাকিস্তানের শক্তি পরীক্ষা করেছেন নিজে! ষষ্ঠদফার নির্বাচনের আগে বড় দাবি প্রধানমন্ত্রী মোদীর সাড়ে সাতি ও ধাইয়ার অশুব প্রভাব এড়াতে চাইলে শনি জয়ন্তীতে করুন এই কাজগুলি মীন রাশি লক্ষ্মীনারায়ণ যোগের শুভ প্রভাব পড়বে মীন রাশির জাতক জাতিকাদের উপর। কর্মজীবনের পাশাপাশি আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। এসময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশেষ সমর্থন পাবেন আপনি। মানুষ সম্পদ, সমৃদ্ধি এবং জ্ঞান লাভ করতে চলেছেন। এই রাশির ব্যক্তিরা আপনি লক্ষ্য পূরণ হবেন। এসময় আপনার মনের গুরুত্ব পূরণ হওয়ার সময় হয়েছে। এসময় স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন। পায়ের ব্যথায় ভুগতে পারে আপনাকে।পরিবারে সুখ শান্তি থাকবে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। ব্যবসায় লাভের মুখ দেখতে পাবেন আপনি।

 

Advertisement

আরও পড়ুন

Advertisement