শনি হলেন কর্মফলের দেবতা। তিনি ব্যক্তির কর্ম অনুসারে ফল প্রদান করে থাকেন। ফলে অনেকেই শনিঠাকুরকে একটু নিষ্ঠুর দেবতা বলে মনে করেন। কারণ, মানুষ তো সব সময় পুণ্যের কাজ করে না, বরং উল্টোটাই করে বেশি। ফলে, তাদের ভোগান্তিও ঘটে। শনি একটি রাশিতে মোটামুটি আড়াই বছর ধরে থাকেন। ২০২৫ সালের মার্চ মাসে শনি মীন রাশিতে প্রবেশ করেছেন। আর এখানেই ২০২৭ সালের ৩ জুন পর্যন্ত থাকবে। বছর শেষ হতে আর মাত্র ৩ মাস। বাকি বছর শনির কৃপায় কারা থাকবেন আসুন দেখে নিন।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকেরা শনির কৃপা বছরের শুরু থেকেই পাচ্ছেন। চাকরিজীবী ও ব্যবসায় এই বছর প্রচুর লাভ হয়েছে। আর্থিক দির আরও জোরালো হবে। বছর শেষে বড় মাপের আর্থিক প্রাপ্তিও ঘটতে পারে।
তুলা রাশি
বছরের শুরু থেকেই তুলা রাশি বড়বাবার কৃপা পেয়ে আসছেন। স্বাস্থ্য আগের চেয়ে অনেক ভাল হয়েছে এঁদের। বহু শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন। শত্রুদের মুখে ছাই দিয়ে সব কাজে এগিয়ে যাবেন। বছরের বাকি সময়গুলো ভালই যাবে আপনাদের। প্রেমের সম্পর্কে আরও মধুরতা বাড়বে। পুরনো কোনও ঋণ থেকে মুক্তি পাবেন।
মকর রাশি
মকর রাশিরা ইতিমধ্যেই এই বছর খারাপ সময় থেকে মুক্তি পেয়েছেন। স্বাস্থ্যগত কোনও সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগলে, রেহাই মিলবে তা থেকেও। নতুন কোনও প্রকল্প শুরু করতে পারবেন এ সময়ে। বিনিয়োগে প্রাপ্তি আছে। আত্মবিশ্বাস বাড়বে। আর্থিক সমস্যা মিটবে এবং আত্মবিশ্বাস বাড়বে। বছর শেষে বিরাট লাভ হবে শনির কৃপায়।