Lord Shiva Favorite Zodiacs: শিবের প্রিয় এই ৫ রাশি, রুদ্রাভিষেক করলে বাধাবিঘ্ন কাটান স্বয়ং মহাদেব

তিনি ত্রিদেবের অন্যতম। রুদ্রাভিষেক করলে সমস্ত সমস্যা থেকে মুক্তি পেলে। আর খুব তাড়াতাড়ি ভক্তদের উপর প্রসন্ন হন শিব। আর তাই তাঁকে ভোলেনাথ বলা হয়। প্রতি সোমবার শিবের পুজো করেন ভক্তরা। তবে শ্রাবণ মাসের সোমবার ও মহাশিবরাত্রির আলাদা তাৎপর্য রয়েছে। ৪ রাশির উপরে সবসময় থাকে শিবের কৃপা। তাঁদের দোষগুণ মাফ করে দেন মহাদেব। সবসময় থাকেন পাশে। 

Advertisement
শিবের প্রিয় এই ৫ রাশি, রুদ্রাভিষেক করলে বাধাবিঘ্ন কাটান স্বয়ং মহাদেবশিবের প্রিয় ৫ রাশি।
হাইলাইটস
  • শিবের প্রিয় ৫ রাশি।
  • সবসময় থাকে মহাদেবের আশিস।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সব দেবতার প্রিয় রাশি থাকে।  এটা হয় গ্রহ ও নক্ষত্রের সংযোগে। সনাতন ধর্মে শিবের বিশেষ মাহাত্ম্য রয়েছে। তিনি ত্রিদেবের অন্যতম। রুদ্রাভিষেক করলে সমস্ত সমস্যা থেকে মুক্তি পেলে। আর খুব তাড়াতাড়ি ভক্তদের উপর প্রসন্ন হন শিব। আর তাই তাঁকে ভোলেনাথ বলা হয়। প্রতি সোমবার শিবের পুজো করেন ভক্তরা। তবে শ্রাবণ মাসের সোমবার ও মহাশিবরাত্রির আলাদা তাৎপর্য রয়েছে। ৪ রাশির উপরে সবসময় থাকে শিবের কৃপা। তাঁদের দোষগুণ মাফ করে দেন মহাদেব। সবসময় থাকেন পাশে। 

মেষ রাশি- জ্যোতিষশাস্ত্র অনুসারে,মেষ রাশি ভগবান ভোলেনাথের প্রিয় রাশিগুলির মধ্যে অন্যতম। এই রাশির জাতক-জাতিকাদের উপর ভোলেবাবার বিশেষ কৃপা থাকে। তাঁদের সমস্ত কাজে সহায় থাকেন শিব। তাঁরা জীবনে অল্প চেষ্টা করলেই সাফল্য পান। সোমবার এই রাশির জাতক-জাতিকারা শিবপুজো করলে কাঙ্ক্ষিত ফল লাভ করবেন। জীবনের সমস্ত ঝামেলা দূর হয়ে যাবে। কখনও আর্থিক সংকটের মুখে পড়বেন না। মহাশিবরাত্রির দিন অবশ্য জলাভিষেক করুন। এতে প্রসন্ন হবেন শঙ্কর।

মকর রাশি- মকর রাশিতে সবসময় থাকে শিবের কৃপা। এছাড়া শনিদেবের আশীর্বাদও থাকে এই রাশির উপর। মকর রাশির জাতক-জাতিকাদের সমস্ত বাধা কাটান মহাদেব। তাঁরা শিবের প্রিয় পাত্র হন। এই রাশির জাতক-জাতিকারা সাফল্য চাইলে প্রতি সোমবার শিবের পুজো করুন। ভাগ্য আপনার সঙ্গে থাকবে।

কুম্ভ রাশি- ভগবান শিবের খুব প্রিয় কুম্ভ রাশি। জ্যোতিষশাস্ত্রে কুম্ভ রাশির অধিপতি শনিদেব। শনিদেবের পাশাপাশি এই রাশিতে শিবের কৃপাও থাকে। ফলে তাঁদের কাজে কোনও বাধা থাকে না। সবসময় সাফল্য পান তাঁরা।  কুম্ভ রাশির জাতক-জাতিকারা প্রতি সোমবার শিবের পুজো করুন। আর শনিবার শনিদেবের। জীবনে কখনও বাধাবিঘ্ন আসবে না।

বৃশ্চিক রাশি- বৃশ্চিক রাশিও ভোলেনাথের প্রিয়। এই রাশির ব্যক্তিরা শিবলিঙ্গে জল নিবেদন করলে তাঁদের ভাগ্য খুলে যায়। জীবনে আসে খুশি। সমস্ত অসুবিধা দূর করে দেন মহাদেব। তাই প্রতি সোমবার নিয়ম করে শিবের পুজো করুন।

Advertisement

ধনু রাশি- শিবের প্রিয় রাশির মধ্যে অন্যতম ধনু। এই রাশির জাতক-জাতিকারা সবসময় পান শিবের কৃপা। তাঁরা কখনও বাধার মুখে পড়েন না। শিবকে ডাকলেই পান কাঙ্ক্ষিত ফল। ধনু রাশির জাতক-জাতিকারা জীবনে লাভবান হতে চাইলে প্রতি সোমবার শিবের উপাসনা করুন। 

আরও পড়ুন- দুই গুরুর সঞ্জীবনী যোগে লাকি ৫ রাশি, ১১ মার্চ পর্যন্ত সবেতেই সাফল্য

POST A COMMENT
Advertisement