শ্রাবণ মাস শিবের মাস বলে বিশ্বাস করা হয়। তাই এই মাস অত্যন্ত পবিত্র। আগামী ২৩ জুলাই শ্রাবণ মাসের শিবরাত্রি। জ্যোতিষ মতে, এই দিনটি খুবই শুভ। গজকেশরী যোগের শুভ প্রভাবে ভাগ্য বদলাবে ৪ রাশির জাতকদের। জেনে নিন বিশদে...
বৃষ রাশি (Taurus):
শুভ ফল পাবেন বৃষ রাশির জাতকরা। কেরিয়ারে সাফল্য আসবে। শিবের কৃপায় ব্যবসায়ীরা লাভবান হবেন। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন।
মিথুন রাশি (Gemini):
ভাগ্য বদলাবে মিথুন রাশির জাতকদের। জীবনে ইতিবাচক প্রভাব পড়বে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। বিনিয়োগের জন্য ভাল সময়। দাম্পত্য সুখ বাড়বে।
তুলা রাশি (Leo):
শুভ প্রভাব পড়বে তুলা রাশির জাতকদের। ব্যবসায়ীরা লাভবান হবেন। সব কাজে সাফল্য আসবে। পড়ুয়াদের জন্য ভাল সময়।
সিংহ রাশি (Leo):
কপাল খুলবে সিংহ রাশির জাতকদের। মানসিক শান্তি আসবে। আয় বাড়বে। আর্থিক পরিস্থিতি ভাল হবে আগের থেকে।
অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ২৩ জুলাই নক্ষত্র বদলাবে মঙ্গল। উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল। যার প্রভাবে ভাগ্য বদলাবে বৃশ্চিক, তুলা ও সিংহ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ২৮ জুলাই কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল। এর প্রভাবে কপাল খুলবে মকর, বৃশ্চিক, সিংহ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ২০ জুলাই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে কেতু। আগামী বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত কেত ওই নক্ষত্রেই থাকবে। যার প্রভাবে লাভের মুখ দেখবেন বৃষ, বৃশ্চিক, মিথুন ও কুম্ভ রাশির জাতকরা। জ্যোতিষ মতে, অগাস্ট মাসে অবস্থান বদলাবে সূর্য, বুধ ও শুক্র। যার প্রভাবে ভাগ্য বদলাবে মেষ, তুলা, মকর ও সিংহ রাশির জাতকদের।