Luckiest Birth Dates In 2026: নিজের জন্ম তারিখ অনুযায়ী জানুন কেমন যাবে ২০২৬

২০২৬ সালের মূলাঙ্ক ১। হিসেবটা হল ২ + ০ + ২ + ৬ = ১০, ১ + ০ = ১।  আর এই ১ মূলাঙ্কের অধিপতি সূর্য। ২০২৬ সালে সূর্যের প্রভাব পড়তে চলেছে একাধিক মূলাঙ্কের জাতক ও জাতিকার উপর।

Advertisement
নিজের জন্ম তারিখ অনুযায়ী জানুন কেমন যাবে ২০২৬ Numerology
হাইলাইটস
  • ১ মূলাঙ্কের অধিপতি সূর্য।
  • ২০২৬ সালে কার কেমন কাটবে জেনে নিন।

শুরু হতে চলেছে নতুন বছর ২০২৬। সংখ্যাতত্ত্ব বা Numerology মতে, ২০২৬ সালের অধিপতি গ্রহ সূর্য। কারণ ২০২৬ সালের মূলাঙ্ক ১। হিসেবটা হল ২ + ০ + ২ + ৬ = ১০, ১ + ০ = ১।  আর এই ১ মূলাঙ্কের অধিপতি সূর্য। ২০২৬ সালে সূর্যের প্রভাব পড়তে চলেছে মূলাঙ্কের জাতক ও জাতিকার উপর। শুরু হবে তাঁদের গোল্ডেন টাইম। সূর্যের কৃপায় আর্থিক লাভের সম্ভাবনা। কেরিয়ারও ছুটবে তুঙ্গ গতিতে। সবমিলিয়ে অনুকূল ভাগ্য। এবার জেনে নেওয়া যাক, লাকি জন্ম তারিখগুলি কী কী

মূলাঙ্ক ১: জন্ম তারিখ মাসের ১, ১, ১০, ১৯, এবং ২৮ হলে মূলাঙ্ক হয় ১। এই মূলাঙ্কের অধিপতি হলেন সূর্যদেব। নতুন বছর আপনার জন্য হবে খুব লাকি। চাকরিজীবীরা পদোন্নতি পেতে পারেন। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে। আয় বাড়ানোর সুযোগ পাবেন। ব্যবসায়ীরা লাভজনক চুক্তি করবেন। আপনার আর্থিক অবস্থা মজবুত হবে। আপনার প্রেম জীবনও ভালো যাবে। আপনি ভ্রমণে যেতে পারেন।

মূলাঙ্ক ৩: মাসের ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে জন্ম হলে মূলাঙ্ক হয় ৩। নতুন বছরে আপনি পদোন্নতি পেতে পারেন। ব্যবসায় আপনার লাভ হতে পারে। আপনার প্রেম জীবন ভালো কাটবে। আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তবে ডায়েটের দিকে নজর দিন। ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। আপনার আর্থিক অবস্থাও আগের চেয়ে ভালো হবে। নতুন বছরে আপনার নেতৃত্বগুণ সূর্যের মতো চমকাবে।

মূলাঙ্ক ৫: মাসের ৫, ১৪ এবং ২৩ তারিখে জন্মানো ব্যক্তিদের মূলাঙ্ক ৫। নতুন বছরে পদোন্নতির যোগ। কেরিয়ারে উন্নতির প্রবল সম্ভাবনা। মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সুবিধা পাবেন। নতুন বছরটি ভালো কাটবে আপনার। পাবেন ভাগ্যের সঙ্গ। বিনিয়োগ থেকে আসবে লাভ। বিবাহিত ও প্রেমজীবনে থাকবে মাধুর্য।

মূলাঙ্ক ৯: যে কোনও মাসের ৯, ১৮ এবং ২৭ তারিখে জন্মানো ব্যক্তিদের মূলাঙ্ক ৯। ২০২৬ সাল অগ্রগতির সুযোগ নিয়ে আসবে। আপনার আর্থিক অবস্থা মজবুত হবে। ব্যবসায় লাভের সম্ভাবনা। ঘরে সুখ ও সমৃদ্ধি থাকবে। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়তে পারে। আপনি এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। 

Advertisement

POST A COMMENT
Advertisement