নিজের ভাগ্য নিয়ে প্রায়শই মানুষের মধ্যে বিভিন্ন কৌতুহল-জিজ্ঞাসা থাকে। অনেকেই নিজের ভাগ্যকে নিয়ে সন্তুষ্ট থাকেন না। আবার কেউ কেউ আছেন ভাগ্যের জোরে খুব সহজেই অনেক কিছু পেয়ে যান। অর্থাৎ সেই সমস্ত মানুষেরা জীবনে উঁচু পদ, অর্থ, প্রতিপত্তি সবকিছুই পান। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এর পিছনে কারণ হল তাঁদের রাশিচক্র এবং কুণ্ডলীতে শুভ গ্রহের অবস্থান। কারণ গ্রহ নক্ষত্রের অবস্থান মানুষের ভাগ্য পুরোপুরি বদলে দিতে পারে। এবার চলুন জেনে নেওয়া যাক, জ্যোতিষশাস্ত্র অনুসারে কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্মগতভাবে ভাগ্যবান (Lucky Zodiac Signs By Birth) বলে মনে করা হয়।
মেষ রাশি (Aries) : জ্যোতিষ শাস্ত্র অনুসারে মেষ রাশির জাতক জাতিকারা জন্মগতভাবে ভাগ্যবান। এই রাশির মানুষদের মধ্যে এমন কিছু গুণ থাকে, যার ভিত্তিতে তাঁরা নিজেদের জীবনে প্রচুর সাফল্য এবং উন্নতি লাভ করেন। এছাড়া অঢেল সম্পদও পান। এই মানুষেরা সহজেই মানুষকে দিয়ে নিজেদের কাজ করিয়ে নিতে পারেন। আবার অন্যের উপকার করতেও পিছপা হন না।
কর্কট রাশি (Cancer) : এই রাশির জাতক জাতিকারা পরিশ্রমী ও পরিষ্কার মনের হয়। তাঁরা তাঁদের প্রতিটি স্বপ্ন নিজেদের কঠোর পরিশ্রমের ভিত্তিতে পূরণ করেন। তাঁরা প্রচুর অর্থ উপার্জন করেন এবং প্রচুর ব্যয়ও করেন। এই রাশির মানুষেরাও অন্যদের সাহায্য করার জন্য বা আর্থিক দিক থেকে কারও পাশে দাঁড়াতে পিছপা হন না।
সিংহ রাশি (Leo) : সিংহ রাশির জাতক জাতিকারা শক্তিশালী, সাহসী এবং নির্ভীক হন। তাঁদের ব্যক্তিত্বে এক অন্যরকম আকর্ষণ থাকে। তাঁরাও জীবনে প্রচুর সাফল্য পান। তাঁদের মধ্যে আশ্চর্যরকম নেতৃত্বের ক্ষমতা থাকে। তাঁরা সবসময় অন্যদের সাহায্য করতে প্রস্তুত।
বৃশ্চিক রাশি (Scorpio) : বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও খুব ভাগ্যবান এবং প্রতিটি কাজে পারদর্শী হন। তাঁরাও ভীষণ পরিশ্রমী এবং চতুর প্রকৃতির মানুষ হন। তাঁরা বেশিরভাগ সময়ই নিজেদের স্বপ্ন পূরণ করতে পারেন।
আরও পড়ুন - শুক্রের মহাদশা এই মানুষদের জীবনে আনে সোনালি দিন, ২০ বছর টাকা-পয়সা নিয়ে নিশ্চিন্ত