Baba Vanga Predictions: এবছরই কোটিপতি হবে ৪ রাশির জাতকরা, বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীতে লাকি এরা

Lucky Rashi Baba Vanga Predictions: বিশ্বের লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করেন বাবা ভাঙ্গা কোন অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। তাঁর করা একের পর এক ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছে।

Advertisement
এবছরই কোটিপতি হবে ৪ রাশির জাতকরা, বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীতে লাকি এরা  বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

ফরাসি দার্শনিক তথা ভবিষ্যৎদ্রষ্টা নস্ট্রাদামুসের সঙ্গে উচ্চারিত হয় বুলগেরিয়ার বাবা ভাঙ্গার নাম। বিশ্বের লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করেন তিনি কোন অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। তাঁর করা একের পর এক ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছে। বিশ্বাস অনুযায়ী, তাঁর মুখের কথা নাকি একবারে অব্যর্থ। মৃত্যুর আগে পর্যন্ত পৃথিবীবাসীর জন্য তিনি রেখে গিয়েছেন অনেক ভবিষ্যদ্বাণী। ২০২৫ সালে ইতিমধ্যেই বাবা ভাঙ্গার একাধিক ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে। 

কে ছিলেন বাবা ভাঙ্গা?

বাবা ভাঙ্গা ছিলেন একজন দৃষ্টিহীন বুলগেরিয়ার রহস্যময় ও আধ্যাত্মিক শক্তিসম্পন্ন নারী। ১৯১১ সালে বুলগেরিয়ায় জন্ম হয় বাবা ভাঙ্গার। তাঁর আসল নাম ভ্যাঙ্গেলিয়া পানডেভা দিমিত্রোভা। ছোটবেলায় এক দুর্ঘটনায় দু'চোখের দৃষ্টি হারান তিনি। পৃথিবী কী ভাবে ধাপে ধাপে ধ্বংসের দিকে এগিয়ে যাবে, সেই বিষয়ে  ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন বাবা ভাঙ্গা। তবে ৫০৭৯ সাল পর্যন্ত মানব সভ্যতা সম্পূর্ণ বিলুপ্তির মুখোমুখি হবে না বলে জানিয়েছেন তিনি। 

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রিন্সেস ডায়ানার মৃত্যু, ১৯৮৫ উত্তর বুলগেরিয়ার ভূমিকম্প, ১১ সেপ্টেম্বরের হামলা থেকে ২০০৪-র ভারত মহাসাগরে ভূমিকম্প ও সুনামি, তাঁর করা এরকম বহু ভবিষ্যদ্বাণী মিলে গেছে। বাবা ভাঙ্গার করা রাশিচক্র সম্পর্কিত বেশ কিছু ভবিষ্যদ্বাণী প্রকাশ্যে এসেছে। তিনি বলেছিলেন, আগামী ছয় মাসে চার রাশির জাতক জাতিকারা সম্পদ এবং আর্থিক দিক থেকে বিপুল লাভ করবে বলে আশা করা হচ্ছে। জেনে নিন কাদের সৌভাগ্য। 

মেষ/ARIES (March 21-April 20)

মঙ্গল দ্বারা শাসিত মেষ রাশির জাতকরা কিছু রূপান্তরমূলক বৃদ্ধি দেখতে পাবে। স্বাভাবিক স্থিতিস্থাপকতা এবং ঝুঁকি নেওয়ার স্বভাব পরিবর্তন হবে। আর্থিক সুযোগ মিলবে। কেরিয়ারে বড় পরিবর্তন, স্মার্ট বিনিয়োগ এবং উদ্যোক্তা পদক্ষেপের মাধ্যমে আসবে।

বৃষ /TAURUS (April 21 – May 20)

ধৈর্য এবং দৃঢ়তার জন্য পরিচিত, বৃষ শুক্র গ্রহ দ্বারা শাসিত। এই রাশির আয়, উল্লেখযোগ্য লাভ বাড়বে। আর্থিক নিরাপত্তার সঙ্গে পুরস্কৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। বছরের বাকি মাসগুলিতে তারা তাদের জনসাধারণের ভাবমূর্তি উন্নত করতে, বস্তুগত সাফল্যের পাশাপাশি স্বীকৃতি অর্জন করতে দেখতে পারেন।

Advertisement

মিথুন/ GEMINI (May 21-June 21) 

মিথুন রাশি বুধ দ্বারা শাসিত হন। আগামী মাসে অপ্রত্যাশিত আয় এবং অমূল্য সহযোগিতা দেখতে পেতে পারেন। যা বিস্ময় এবং সাফল্যের দিকে পরিচালিত করবে। মিথুন, লাভজনক সুযোগে পরিপূর্ণ একটি সময়ে প্রবেশ করছে।

সিংহ/ LEO (July 23-Aug 23)

সূর্যের দ্বারা শাসিত, সিংহ রাশির জাতকরা আগামী মাসগুলিতে দারুণ সাফল্য এবং লাভ দেখতে পাবেন। কেরিয়ারের পরিবর্তন থেকে শুরু করে তাদের আবেগ অনুসরণ করা পর্যন্ত, আর্থিক লক্ষ্যগুলি অতিক্রম করতে পারে।

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।) 


POST A COMMENT
Advertisement