মা লক্ষ্মী সম্পদের দেবী। যাঁদের উপর মা লক্ষ্মীর কৃপা থাকে, তাঁরা স্বচ্ছল হন। আর্থিক সমস্যা থাকে না। অর্থনৈতিক সংকটে পড়েন না তাঁরা। ৫ রাশির জাতক-জাতিকাদের উপর সদয় থাকেন দেবী লক্ষ্মী। তাঁদের উপরে সবসসময় কৃপা বর্ষণ করেন সম্পদের দেবী। এই ৫ রাশির জাতক-জাতিকারা ডাকলেই সাড়া দেন লক্ষ্মীদেবী। জ্যোতিষশাস্ত্রে এই রাশিগুলিকে পয়মন্ত বলা হয়। চলুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির উপরে থাকে মা লক্ষ্মীর আশিস
তুলা- শুক্র গ্রহ তুলা রাশির অধিপতি। শুক্রবারের দিনটিকে মা লক্ষ্মীর দিন বলা হয়। এই দিনে মা লক্ষ্মীর বিশেষ পুজো করা হয়। এই কারণে তুলা রাশির জাতক-জাতিকারা দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পান। তাঁদের কখনও আর্থিক সংকট হয় না। সবসময় ধনলাভ করেন।
কর্কট- কর্কট রাশির অধিপতি হলেন চন্দ্রদেব। চন্দ্রকে সুখ ও মানসিক শান্তির কারক বলা হয়। কর্কট রাশিতে থাকে মা লক্ষ্মীর কৃপা। কথিত আছে যে এই রাশির জাতক-জাতিকারা পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মীর আরাধনা করলে শুভ ফল লাভ করেন। সম্পদলাভ করেন তাঁরা।
সিংহ- মা লক্ষ্মীর আশীর্বাদ এই রাশির জাতক-জাতিকাদের উপরও থাকে। তাঁরা দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান। সিংহ রাশির অধিপতি সূর্য। এই রাশির জাতক-জাতিকাদের অর্থ নিয়ে চিন্তা করতে হয় না। তাঁরা সহজেই আয় করতে পারেন।
বৃষ- বৃষ রাশির অধিপতি শুক্র গ্রহ। এই গ্রহ সুখ, সমৃদ্ধি এবং বিলাসিতার কারক। সৌভাগ্যশালী হন এই রাশির জাতক-জাতিকারা। দেবী লক্ষ্মী এই রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্যের আশীর্বাদ করেন।
বৃশ্চিক- বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। যে রাশির জাতক-জাতিকারা মঙ্গল দ্বারা শাসিত তাঁরা সাহসিকতার পাশাপাশি আত্মবিশ্বাসের অধিকারী হন। মা লক্ষ্মী এই রাশির জাতক-জাতিকাদের অর্থনৈতিক সমৃদ্ধির আশীর্বাদ দেন। তাঁরা সম্পদলাভ করেন।
আরও পড়ুন- শনির রোষে নাজেহাল ৫ রাশি, ২০২৫ সালের মার্চ পর্যন্ত ভোগান্তি-দুর্ভাগ্য